ক্রীড়া ডেস্ক
ভারতকে জিততে হলে করতে হবে রেকর্ড। কারণ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৩৩২ রানের বেশি লক্ষ্য তাড়া করে কেউ জিততে পারেনি। অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের ফল যা-ই হোক, তার আগেই রেকর্ড বইয়ে নাম উঠে এসেছে। ৮৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে এমসিজিতে চলমান বক্সিং ডে টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের খেলা চলছে। এই পাঁচ দিনে এমসিজির গ্যালারিতে খেলা দেখেছেন ৩ লাখ ৭০ হাজারের বেশি দর্শক। যা অস্ট্রেলিয়ার মাঠে যেকোনো টেস্টে সর্বোচ্চ দর্শকের রেকর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে জানিয়েছে, পঞ্চম দিনে প্রথম সেশনে এরই মধ্যে ৫১ হাজার ৩৭১ দর্শক এসেছেন মেলবোর্নে। বিকেলের সেশনে দর্শক আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বক্সিং ডে টেস্টে ভারত খেলছে। তাছাড়া মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়ার মাঠে এর আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল এই এমসিজিতেই। ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে সব মিলিয়ে খেলা দেখতে এসেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শক। সেই ম্যাচে স্যার ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া জিতেছিল ৩৬৫ রানে।
এবার অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্টে প্রথম দিনে গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন ৮৭ হাজার ২৪২ দর্শক। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে খেলা দেখতে এসেছিলেন ৮৫ হাজার ১৪৭, ৮৩ হাজার ৭৩ এবং চতুর্থ দিনে ৪৩ হাজার ৮৬৭ দর্শক এসেছিলেন দেখতে। মেলবোর্নে আজ শেষ দিনে সাধারণ মানুষের পার্কিংয়ের জন্য ইয়ারা পার্ক খুলে দেওয়ার মতো বিরল ঘটনাও ঘটেছে। তবে একটি মাত্র গেট খোলা রাখায় শুরুতে এত মানুষের ঢল নামে যে অনেক দর্শকই স্টেডিয়ামে সময়মতো পৌঁছাতে পারেননি।
বক্সিং ডে টেস্টের শেষ দিনে আজ ভারত ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩ উইকেটে করেছে ৯৮ রান। যশস্বী জয়সোয়াল ৫৯ রানে ব্যাটিং করছেন। ১৮ রান করে অপরাজিত ঋষভ পন্ত।
মেলবোর্নে ভারতের ম্যাচে এর আগেও বিপুল পরিমাণ দর্শক দেখা গেছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এমসিজির গ্যালারিতে দেখেছিলেন ৯০ হাজার ২৯৩ দর্শক। সেই বিশ্বকাপেই এমসিজিতে ভারত-জিম্বাবুয়ে ম্যাচে খেলা দেখতে এসেছিলেন ৮২ হাজার ৫০৭ জন।
ভারতকে জিততে হলে করতে হবে রেকর্ড। কারণ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৩৩২ রানের বেশি লক্ষ্য তাড়া করে কেউ জিততে পারেনি। অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের ফল যা-ই হোক, তার আগেই রেকর্ড বইয়ে নাম উঠে এসেছে। ৮৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে এমসিজিতে চলমান বক্সিং ডে টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের খেলা চলছে। এই পাঁচ দিনে এমসিজির গ্যালারিতে খেলা দেখেছেন ৩ লাখ ৭০ হাজারের বেশি দর্শক। যা অস্ট্রেলিয়ার মাঠে যেকোনো টেস্টে সর্বোচ্চ দর্শকের রেকর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে জানিয়েছে, পঞ্চম দিনে প্রথম সেশনে এরই মধ্যে ৫১ হাজার ৩৭১ দর্শক এসেছেন মেলবোর্নে। বিকেলের সেশনে দর্শক আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বক্সিং ডে টেস্টে ভারত খেলছে। তাছাড়া মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়ার মাঠে এর আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল এই এমসিজিতেই। ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে সব মিলিয়ে খেলা দেখতে এসেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শক। সেই ম্যাচে স্যার ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া জিতেছিল ৩৬৫ রানে।
এবার অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্টে প্রথম দিনে গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন ৮৭ হাজার ২৪২ দর্শক। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে খেলা দেখতে এসেছিলেন ৮৫ হাজার ১৪৭, ৮৩ হাজার ৭৩ এবং চতুর্থ দিনে ৪৩ হাজার ৮৬৭ দর্শক এসেছিলেন দেখতে। মেলবোর্নে আজ শেষ দিনে সাধারণ মানুষের পার্কিংয়ের জন্য ইয়ারা পার্ক খুলে দেওয়ার মতো বিরল ঘটনাও ঘটেছে। তবে একটি মাত্র গেট খোলা রাখায় শুরুতে এত মানুষের ঢল নামে যে অনেক দর্শকই স্টেডিয়ামে সময়মতো পৌঁছাতে পারেননি।
বক্সিং ডে টেস্টের শেষ দিনে আজ ভারত ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩ উইকেটে করেছে ৯৮ রান। যশস্বী জয়সোয়াল ৫৯ রানে ব্যাটিং করছেন। ১৮ রান করে অপরাজিত ঋষভ পন্ত।
মেলবোর্নে ভারতের ম্যাচে এর আগেও বিপুল পরিমাণ দর্শক দেখা গেছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এমসিজির গ্যালারিতে দেখেছিলেন ৯০ হাজার ২৯৩ দর্শক। সেই বিশ্বকাপেই এমসিজিতে ভারত-জিম্বাবুয়ে ম্যাচে খেলা দেখতে এসেছিলেন ৮২ হাজার ৫০৭ জন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ সেকেন্ড আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে