ক্রীড়া ডেস্ক
দল, ক্রিকেটাররাই যে শুধু রেকর্ড গড়েন, ব্যাপারটা তা নয়। আম্পায়াররাও একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আম্পায়ারদের দেওয়া হয় অভিনন্দন বার্তা।
বাংলাদেশ সময় আজ সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন অ্যান্ডি পাইক্রফট। তাতে টেস্টে ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফট সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে আইসিসি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছে। আইসিসির আম্পায়ার ও রেফারির সিনিয়র ম্যানেজার শন ইসি বলেন, ‘টেস্টে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেছেন অ্যান্ডি। এমন অসাধারণ মাইলফলক অর্জন করায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। খেলোয়াড় ও সমবয়সীদের কাছে অ্যান্ডি অনেক সম্মানিত এবং আমাদের দলে তাঁকে পেয়ে ভাগ্যবান মনে করছি।’
২০০৯ থেকে আম্পায়ারিংয়ের কাজ করছেন পাইক্রফট। ১৫ বছরের ক্যারিয়ারে এমন মাইলফলক অর্জন করতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি, ‘বছরের পর বছর ধরে আইসিসির এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে কাজ করে যাচ্ছি। এটা আমার জন্য অনেক সম্মান ও আনন্দের বিষয়। বিশ্বজুড়ে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়ে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরেছি আমি।’
চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে টেস্টে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন পাইক্রফট। শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে সর্বোচ্চ ২২৫ টেস্টে ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। ১২৫ ও ১২৩ টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন জেফ ক্রো ও ক্রিস ব্রড। ১০০ টেস্টের পাশাপাশি ২৩৮ ওয়ানডে ও ১৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাইক্রফট এই দায়িত্ব পালন করেছেন। ছেলেদের ক্রিকেটের পাশাপাশি নারীদের ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির কাজ করেছেন।
দল, ক্রিকেটাররাই যে শুধু রেকর্ড গড়েন, ব্যাপারটা তা নয়। আম্পায়াররাও একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আম্পায়ারদের দেওয়া হয় অভিনন্দন বার্তা।
বাংলাদেশ সময় আজ সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন অ্যান্ডি পাইক্রফট। তাতে টেস্টে ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফট সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে আইসিসি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছে। আইসিসির আম্পায়ার ও রেফারির সিনিয়র ম্যানেজার শন ইসি বলেন, ‘টেস্টে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেছেন অ্যান্ডি। এমন অসাধারণ মাইলফলক অর্জন করায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। খেলোয়াড় ও সমবয়সীদের কাছে অ্যান্ডি অনেক সম্মানিত এবং আমাদের দলে তাঁকে পেয়ে ভাগ্যবান মনে করছি।’
২০০৯ থেকে আম্পায়ারিংয়ের কাজ করছেন পাইক্রফট। ১৫ বছরের ক্যারিয়ারে এমন মাইলফলক অর্জন করতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি, ‘বছরের পর বছর ধরে আইসিসির এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে কাজ করে যাচ্ছি। এটা আমার জন্য অনেক সম্মান ও আনন্দের বিষয়। বিশ্বজুড়ে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়ে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরেছি আমি।’
চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে টেস্টে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন পাইক্রফট। শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে সর্বোচ্চ ২২৫ টেস্টে ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। ১২৫ ও ১২৩ টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন জেফ ক্রো ও ক্রিস ব্রড। ১০০ টেস্টের পাশাপাশি ২৩৮ ওয়ানডে ও ১৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাইক্রফট এই দায়িত্ব পালন করেছেন। ছেলেদের ক্রিকেটের পাশাপাশি নারীদের ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির কাজ করেছেন।
এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।
১০ মিনিট আগেদরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
২ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৪ ঘণ্টা আগে