শোবিজের নতুন মাস্তান
তাঁরা ভয়ংকর। এমন কোনো খারাপ কাজ নেই তাঁরা করেন না। তবু সিনেমা-সিরিজে তাঁদের ছাড়া গল্প অচল। তাঁদের মাস্তানি গল্পকে আরও শক্তিশালী করে। পোক্ত করে নায়কের চরিত্র। ঢাকাই সিনেমায় ভিলেন হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন রাজু আহমেদ, গোলাম মুস্তাফা, খলিল, জাম্বু, রাজীব, হুমায়ুন ফরীদি, এ টি এম শামসুজ্জামান, মিশা সওদাগর