Ajker Patrika

পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ বলিউডে

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৮: ৫৬
পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ বলিউডে

বিগ বস ১৩ থেকেই আলোচনায় পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিল। ওই আসরে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ হিসেবে। তবে এখন শুধু পাঞ্জাবে নয়, সারা ভারতেই জনপ্রিয় শেহনাজ। সালমান খানের হাত ধরে বলিউডে এসে পরিচিতি আরও বেড়েছে তাঁর। সালমানের পরবর্তী সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে শেহনাজ থাকবেন মুখ্য চরিত্রে। সম্প্রতি বলিউডের আরও এক বড় ব্যানারের সিনেমায় সুযোগ পেলেন এই অভিনেত্রী। অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর নতুন সিনেমা প্রযোজনা করছেন। রিয়ার স্বামী করণ বোলানি পরিচালনা করবেন সিনেমাটি। অভিনয়ে থাকবেন অনিল কাপুর ও ভূমি পেদনেকর। আর এ সিনেমায় তাঁদের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন শেহনাজ গিল।

জানা গেছে, সিনেমাটি নিয়ে রিয়া ও তাঁর টিমের সঙ্গে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে শেহনাজের। গল্প ও চরিত্র তাঁর ভীষণ মনে ধরেছে। তাই অভিনেত্রীও এক কথায় রাজি। ‘ভেরে ডি ওয়েডিং’-এর মতো এ সিনেমাও বলবে আধুনিক সময়ের সম্পর্কের কথা। এ মাসের শেষ দিকে শুরু হতে পারে এখনো নাম প্রকাশ না হওয়া সিনেমাটির শুটিং। বলিউডে এটি শেহনাজের দ্বিতীয় কাজ। প্রথম সিনেমায় সালমান খানের পর দ্বিতীয়টিতে পেলেন অনিল কাপুরকে। সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ প্রজেক্টের মাধ্যমে বলিউডে শেহনাজের অবস্থান আরেক ধাপ এগিয়ে যাবে।

শেহনাজ ক্যারিয়ার শুরু করেছিলেন মিউজিক ভিডিও দিয়ে। এ পর্যন্ত শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। ২০১৭ সালে মুক্তি পায় পাঞ্জাবি ভাষায় তাঁর প্রথম সিনেমা ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’। এর দুই বছর পর আসে আরও দুই সিনেমা ‘কালা শাহ কালা’ ও ‘ধাকা’। ওই বছর বিগ বসে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। যা তাঁকে পৌঁছে দেয় বলিউড পর্যন্ত। তবে নাম, যশ, পরিচিতি যতটা উপভোগ করেন শেহনাজ, তার চেয়ে বেশি সচেতন থাকেন। জনপ্রিয়তাকে তিনি দেখেন সাময়িক বিষয় হিসেবে। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সবার জীবনে সুসময় আসে। এখন যেমন আমার চলছে। আমি জানি, এসব সাময়িক। যদি কঠোর পরিশ্রম করি, নিজের সেরাটা উজাড় করে দিই, তাহলে হয়তো সময়টা একটু লম্বা হবে। কিন্তু একদিন এসব জীবন থেকে দূরে চলে যাবে। এটাই চরম সত্যি। তাই আমি বর্তমান নিয়ে বাঁচি।’

খ্যাতি যেন কখনো তাঁকে ছাড়িয়ে যেতে না পারে, সে ব্যাপারেও সজাগ শেহনাজ। তিনি বলেন, ‘কিছুদিন আগে অনেকে বলত, আমি ঠিকঠাক কথা বলতে পারি না। আমাকে নিয়ে হাসাহাসি করত। আজ তারাই আমার শক্তি হয়ে উঠেছে। আজ তারাই আমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। এই খ্যাতিকে আমি মাথায় চড়তে দেব না। কারণ, আমি জানি, আজ আমি যেখানে, কাল সেখানে না-ও থাকতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত