Ajker Patrika

প্রথমবার দক্ষিণ সফরে ম্রুণাল

প্রথমবার দক্ষিণ সফরে ম্রুণাল

দক্ষিণের অভিনেতা দুলকার সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামান’ নামের সিনেমাটি আগামী ৫ আগস্ট তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় একসঙ্গে মুক্তি পাবে। এতে ম্রুণালের চরিত্রের নাম সীতা মহালক্ষ্মী।

‘ওহ সীতা হে রামা’সহ সিনেমাটির সব গান এরই মধ্যে শ্রোতাদের মন জয় করে নিয়েছে। ‘সীতা রামান’ পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। অশ্বিনী দত্ত স্বপ্ন প্রযোজনা করেছেন। বিশেষ চরিত্রে থাকছেন রাশমিকা মান্দানা।

ম্রুণাল বলেন, ‘এই প্রথমবার আমি ষাটের দশকের কোনো গল্পে অভিনয় করেছি। এখানে আমি সীতা, আর দুলকার সালমান অভিনয় করছেন মেজর রামের চরিত্রে। কোনো আশা নেই রামের ভালোবাসা পাওয়ার, তবু সীতা তার পেছনে ছুটতে থাকে, এমন একটি চরিত্র। এই যুগে কেউ চিঠি লেখে না। সেই ষাটের দশকে প্রেমের ভাষা প্রকাশের মাধ্যম খুব বেশি ছিল না। তারপরও মানুষ প্রেমে পড়ত, প্রেমের জন্য যুদ্ধ করত। এমন অনেক কিছুই উঠে আসবে এই সিনেমায়।’

ম্রুণালের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জার্সি’ বক্স অফিসে মোটেও সুবিধা করতে পারেনি। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখেন ম্রুণাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘সিনেমার ভবিষ্যৎ নিয়ে খুব একটা মাথা ঘামাই না আমি। আমি কখনোই এটি নিয়ে ভাবি না যে সিনেমাটি কতজন মানুষকে আকর্ষিত করবে। আমি এ-ও ভাবি না যে সিনেমাটি হিট হবে কি না। আমি শুধু কিছু বিষয়কে গুরুত্ব দিই। সিনেমার গল্প, চিত্রনাট্য আর পরিচালক—এই দিকগুলো আমার কাছে বেশি প্রাধান্য পায়। একটা ভালো চিত্রনাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো চিত্রনাট্য পেলে অনেক কঠিন চরিত্র করতেও কোনো আপত্তি থাকে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত