দৃশ্যম কার, অজয় দেবগন নাকি মোহনলালের
মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে। এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিন