Ajker Patrika

শুটিংয়ে ফিরেছেন ভিকি

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১: ৩০
শুটিংয়ে ফিরেছেন ভিকি

ভিকি কৌশল ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন ছবি ‘ছাবা’র শুটিংয়ে। শুটিংয়ের মাঝেই আঘাত পেয়েছিলেন। ভালো করে হাত নাড়াতে পারেননি কয়েক দিন। তাই শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন অভিনেতা। তবে বিশ্রামের দিন শেষ। আঘাত ঠিক হতেই কাজে ফিরলেন ভিকি। শুরু করলেন ‘ছাবা’র শুটিং।

২০ দিন শুটিং বন্ধ রেখেছিলেন নির্মাতারা। আবার যে শুরু হয়েছে সে খবর জানালেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি আবার কাজে ফিরেছেন।

ভিকি ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, গোধূলির আলোয় বেশ কিছু মেকআপ ভ্যান দাঁড়িয়ে। এই ছবি পোস্ট করে ভিকি লিখেছেন, ‘আবার অ্যাকশন শুরু। ছাবা।’

ভিকি কৌশল। ছবি: সংগৃহীতশোনা যাচ্ছে, ‘ছাবা’ একটি পিরিয়ড ড্রামা। ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে বানানো হচ্ছে সিনেমাটি। ভিকির সঙ্গে এতে আরও অভিনয় করছেন—রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, প্রদীপ রাওয়াতসহ অনেকে। চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে ভিকির নতুন সিনেমা ‘ছাবা’।

উল্লেখ্য, সম্প্রতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে সস্ত্রীক অভিনেতাকে দেখা যায়। ‘ছাবা’র লুকেই ক্যাটরিনা কাইফকে নিয়ে সেখানে এসেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত