ভারতীয় অভিনেতা অনুপম খেরের ৬৯তম জন্মদিন আজ। বিশেষ দিনে নতুন ঘোষণা দিয়েছেন অভিনেতা। নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নয়, আবারও পরিচালনায় ফিরছেন তিনি। জন্মদিনে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন সিনেমা পরিচালনার কথা ঘোষণা করলেন অনুপম খের।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
অনুপম খের লিখেছেন, ‘আমি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। ‘‘তানভি দ্য গ্রেট’’, শিরোনামে যে সিনেমাটি আমি পরিচালনা করতে চাই, আমার জন্মদিনে এর ঘোষণা করছি।’
অনুপম আরও লিখেছেন, ‘কিছু গল্প নিজেই পথ খুঁজে পায় এবং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়। শুরু করার সর্বোত্তম উপায় হল আমার মায়ের আশীর্বাদ নেওয়া। তাঁর মন্দিরে বাবার ছবির সামনে তিনি আমাকে আশীর্বাদ করেছেন। আগামীকাল মহা শিবরাত্রির শুভ দিনে শুটিং শুরু করছি। জন্মদিন নিজেকে চ্যালেঞ্জ করার সেরা দিন! দয়া করে আমাকে আপনার ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ পাঠান!’
উল্লেখ্য, অনুপম খেরকে সবশেষ ‘কাগজ ২’ সিনেমায় দেখা গেছে। গত ১ মার্চ মুক্তি পায় সিনেমাটি। অনুপম খের ছাড়াও এতে আরও অভিনয় করেছেন—প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, দর্শন কুমার, নীনা গুপ্তা প্রমুখ।
ভারতীয় অভিনেতা অনুপম খেরের ৬৯তম জন্মদিন আজ। বিশেষ দিনে নতুন ঘোষণা দিয়েছেন অভিনেতা। নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নয়, আবারও পরিচালনায় ফিরছেন তিনি। জন্মদিনে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন সিনেমা পরিচালনার কথা ঘোষণা করলেন অনুপম খের।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
অনুপম খের লিখেছেন, ‘আমি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। ‘‘তানভি দ্য গ্রেট’’, শিরোনামে যে সিনেমাটি আমি পরিচালনা করতে চাই, আমার জন্মদিনে এর ঘোষণা করছি।’
অনুপম আরও লিখেছেন, ‘কিছু গল্প নিজেই পথ খুঁজে পায় এবং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়। শুরু করার সর্বোত্তম উপায় হল আমার মায়ের আশীর্বাদ নেওয়া। তাঁর মন্দিরে বাবার ছবির সামনে তিনি আমাকে আশীর্বাদ করেছেন। আগামীকাল মহা শিবরাত্রির শুভ দিনে শুটিং শুরু করছি। জন্মদিন নিজেকে চ্যালেঞ্জ করার সেরা দিন! দয়া করে আমাকে আপনার ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ পাঠান!’
উল্লেখ্য, অনুপম খেরকে সবশেষ ‘কাগজ ২’ সিনেমায় দেখা গেছে। গত ১ মার্চ মুক্তি পায় সিনেমাটি। অনুপম খের ছাড়াও এতে আরও অভিনয় করেছেন—প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, দর্শন কুমার, নীনা গুপ্তা প্রমুখ।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
১৫ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
১৫ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
১৫ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
১৫ ঘণ্টা আগে