গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৪২ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে