গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
২১ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২১ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২১ ঘণ্টা আগে