রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।
রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৩ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৩ ঘণ্টা আগে