রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।
রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
২ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১০ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১১ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১১ ঘণ্টা আগে