‘ব্যবসা করার সুযোগ দিন, আমাদের দায়ভার আমরাই নেব’
অনশনে অংশ নেওয়া আনোয়ার হোসেন নামের এক পণ্য সরবরাহকারী বলেন, বাণিজ্যমন্ত্রী বলছেন—আমাদের টাকার দায় সরকার নেবে না। তাঁর উদ্দেশ্যে আমরা বলছি, ইভ্যালিকে ব্যবসা করার সুযোগ দিন। আমাদের টাকার দায়ভার আমরাই নেব। অন্য কাউকে এর দায় নিতে হবে না।