Ajker Patrika

খালেদার মুক্তির দাবিতে বিএনপির গণ-অনশন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৩২
খালেদার মুক্তির দাবিতে বিএনপির গণ-অনশন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে বিদেশে সুচিকিৎসার দাবিতে কুমিল্লায় গণ-অনশন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। গতকাল শনিবার সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়ে বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণ-অনশনে অংশ নেন দলটির নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক মোস্তফা জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির প্রমুখ।

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আজ গণতন্ত্র ও গণতন্ত্রের নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছেন অগণতান্ত্রিক সরকার। তাঁকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত