প্রযুক্তি ডেস্ক
টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’
পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’
আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’
চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।
টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’
পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’
আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’
চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৫ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে