প্রযুক্তি ডেস্ক
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সম্ভাব্য ক্ষতিকর বিজ্ঞাপন প্রচার ঠেকাতে উদ্যোগ নিয়েছে টেক জায়ান্ট মেটা। বিজ্ঞাপনদাতারা এখন থেকে শুধু তাদের বয়স ও অবস্থান জানতে পারবে বলে বলে দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ এনে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কয়েকটি পাবলিক স্কুল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মূল কোম্পানির বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, উদ্বেগ, বিষণ্নতা, বিশৃঙ্খল হওয়া, সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী। এই পরিস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে কঠিন করে তুলেছে।
এমন পরিস্থিতিতে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে মেটা বিধিনিষেধ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া আগামী মার্চ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর বয়সী ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের পরিধি বাড়ানো হবে বলেও মেটা জানিয়েছে। অবশ্য তারা এরই মধ্যে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে নিজের ফিড থেকে লুকিয়ে রাখার সুবিধা পাচ্ছে।
এর সঙ্গে মার্চ থেকে তারা নিজেদের ফিডে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন কমিয়ে দেওয়ার সুবিধা পাবে। চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটির বড় দুটি নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত অনলাইনে কিশোর বয়সীদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সম্ভাব্য ক্ষতিকর বিজ্ঞাপন প্রচার ঠেকাতে উদ্যোগ নিয়েছে টেক জায়ান্ট মেটা। বিজ্ঞাপনদাতারা এখন থেকে শুধু তাদের বয়স ও অবস্থান জানতে পারবে বলে বলে দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ এনে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কয়েকটি পাবলিক স্কুল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মূল কোম্পানির বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, উদ্বেগ, বিষণ্নতা, বিশৃঙ্খল হওয়া, সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী। এই পরিস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে কঠিন করে তুলেছে।
এমন পরিস্থিতিতে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে মেটা বিধিনিষেধ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া আগামী মার্চ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর বয়সী ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের পরিধি বাড়ানো হবে বলেও মেটা জানিয়েছে। অবশ্য তারা এরই মধ্যে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে নিজের ফিড থেকে লুকিয়ে রাখার সুবিধা পাচ্ছে।
এর সঙ্গে মার্চ থেকে তারা নিজেদের ফিডে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন কমিয়ে দেওয়ার সুবিধা পাবে। চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটির বড় দুটি নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত অনলাইনে কিশোর বয়সীদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে