প্রযুক্তি ডেস্ক
বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের তকমা ধরে রেখেছে প্ল্যাটফর্মটি। অন্যতম জনপ্রিয় আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটারই মালিকানাধীন। গত ডিসেম্বরে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে ফেসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটিতে। এ সময় প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন সাইটে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেও বৃদ্ধি পেয়েছে ব্যবহারকারীর সংখ্যা।
ব্যয় বৃদ্ধি এবং বিজ্ঞাপন কমে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে চাপের মধ্যে ছিল ফেসবুক। গত বছর ১১ হাজার কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর সংখ্যা এই পরিমাণে বৃদ্ধি ফেসবুকের কাছেও অনেকটা অপ্রত্যাশিত ছিল। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তিনি এখন ব্যয় কমানোর দিকে নজর দিয়েছেন। গত বছর প্রথমবারের মতো আয় কমেছে ফেসবুকের। অথচ এর আগের কয়েক বছর আয় বৃদ্ধির হার দুই অঙ্কে ছিল।
জাকারবার্গ বলেন, ‘আমরা এখন একটি ভিন্ন পরিবেশে আছি। আমরা মনে করি না, এভাবেই সব চলবে। তবে এটাও মনে করছি না যে আগের মতো অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। ২০২২ সাল একটি চ্যালেঞ্জিং বছর ছিল। কিন্তু আমি মনে করি বছরটির শেষে আমরা ভালো উন্নতি করেছি।’
বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের তকমা ধরে রেখেছে প্ল্যাটফর্মটি। অন্যতম জনপ্রিয় আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটারই মালিকানাধীন। গত ডিসেম্বরে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে ফেসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটিতে। এ সময় প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন সাইটে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেও বৃদ্ধি পেয়েছে ব্যবহারকারীর সংখ্যা।
ব্যয় বৃদ্ধি এবং বিজ্ঞাপন কমে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে চাপের মধ্যে ছিল ফেসবুক। গত বছর ১১ হাজার কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর সংখ্যা এই পরিমাণে বৃদ্ধি ফেসবুকের কাছেও অনেকটা অপ্রত্যাশিত ছিল। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তিনি এখন ব্যয় কমানোর দিকে নজর দিয়েছেন। গত বছর প্রথমবারের মতো আয় কমেছে ফেসবুকের। অথচ এর আগের কয়েক বছর আয় বৃদ্ধির হার দুই অঙ্কে ছিল।
জাকারবার্গ বলেন, ‘আমরা এখন একটি ভিন্ন পরিবেশে আছি। আমরা মনে করি না, এভাবেই সব চলবে। তবে এটাও মনে করছি না যে আগের মতো অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। ২০২২ সাল একটি চ্যালেঞ্জিং বছর ছিল। কিন্তু আমি মনে করি বছরটির শেষে আমরা ভালো উন্নতি করেছি।’
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৭ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে