ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে