ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কয়েক দিন ধরে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন। ফিচারটির স্ক্রিনশট এক্স প্ল্যাটফর্মে (টুইটার) শেয়ার করে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্রশিক্ষক লিয়া হ্যাবারম্যান বলেন, তার ইনস্টাগ্রামে এই ফিচার এসেছে।
টেকক্রাঞ্চকে ইনস্টাগ্রাম বলেছে, তারা কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার এনেছে। কিন্তু কোন কোন দেশ তা সুনির্দিষ্ট করেনি।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলছে বিবৃতিতে বলছে, নির্দিষ্ট কিছু দেশে ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই ফিচারের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নির্দিষ্ট বন্ধুদের মধ্যে ইনস্টাগ্রাম ফিডের পোস্ট শেয়ার করা সম্ভব হলে ‘ফিনস্টা’ নামে শুধু বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার বিকল্প অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।
এর আগে ২০১৮ সালে ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের জন্য ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি নিয়ে আসা হয়। পরের বছর কোম্পানিটি গ্রুপ চ্যাটিং এ ‘ক্লোজ ফ্রেন্ড’ এর ধারণা নিয়ে থ্রেডস নামের (এ বছরের জুলাইতে আসা থ্রেডস অ্যাপ নয়) মেসেজিং অ্যাপ নিয়ে আসে। তবে এর চেয়ে আরও উন্নত ডাইরেক্ট মেসেজের সুবিধা আসায় ২০২১ সালে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
গত ডিসেম্বর ইনস্টাগ্রাম ‘নোট’ ফিচার নিয়ে আসে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে টেক্সট আপডেট শেয়ার করা যাবে। কয়েক মাস ধরে কোম্পানিটি মিউজিক শেয়ারিং, অনুবাদ ও লোকেশন শেয়ারের মতো ফিচার নোটে আনা হচ্ছে।
আরও পড়ুন:
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে