‘নীল পাখি’ পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে নতুন লোগো হিসেবে নিয়ে আইনি জটিলতার মুখে পড়তে পারে টুইটার। কারণ, এই অক্ষরটির উপর মেটা ও মাইক্রোসফটের মত কোম্পানিরও মেধাস্বত্ত্ব আছে।
এক্স অক্ষরটিকে এই দুটি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে। এই জন্য এক্স ব্র্যান্ড ব্যবহারে টুইটার আইনত বাধার মুখে পড়তে পারে।
ট্রের্ডমার্ক বিশেষজ্ঞ আইনজীবী জশ গারবেন বলেন, ট্রেডমার্ক জটিলতা নিয়ে টুইটার যে মামলার শিকার হতে পারে, তার শতভাগ সম্ভাবনা আছে। তাঁর হিসেবে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের ৯০০ কোম্পনির ‘এক্স’ অক্ষরের উপর সক্রিয় ট্রেডমার্ক নিবন্ধন আছে।
গত সোমবার ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন ইলন মাস্ক।
২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সময় মাস্ক বলেছিলেন, এটি তাঁর ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে। টুইটার কেনার পরপরই মূল কোম্পানির নাম হয় ‘এক্স’। গতকাল থেকেই এক্স ডটকম ডোমেইন টুইটার ডটকমে রিডাইরেক্ট করা হয়েছে।
বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়।
এবিষয়ে টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো লিখেছেন, ‘এক্স’ হবে অডিও, ভিডিও, মেসেজিং, অর্থ আদান–প্রদান এবং ব্যাংকিং পরিষেবার বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম।
২০২২ সালে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই কোম্পানিটিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেন।
শুরুর দিকে টুইটার বিজ্ঞাপন থেকে প্রায় অর্ধেক আয় হারায়। পরে অনেক বিজ্ঞাপনদাতা আবার প্ল্যাটফর্মটিতে ফিরে এলেও নয় মাসে লাভের মুখ দেখতে পারেনি কোম্পানিটি। তাই, কোম্পানির পুনরুজ্জীবনের জন্য রিব্র্যান্ডিং করার করার উদ্যোগ নিলেন মাস্ক।
‘নীল পাখি’ পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে নতুন লোগো হিসেবে নিয়ে আইনি জটিলতার মুখে পড়তে পারে টুইটার। কারণ, এই অক্ষরটির উপর মেটা ও মাইক্রোসফটের মত কোম্পানিরও মেধাস্বত্ত্ব আছে।
এক্স অক্ষরটিকে এই দুটি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে। এই জন্য এক্স ব্র্যান্ড ব্যবহারে টুইটার আইনত বাধার মুখে পড়তে পারে।
ট্রের্ডমার্ক বিশেষজ্ঞ আইনজীবী জশ গারবেন বলেন, ট্রেডমার্ক জটিলতা নিয়ে টুইটার যে মামলার শিকার হতে পারে, তার শতভাগ সম্ভাবনা আছে। তাঁর হিসেবে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের ৯০০ কোম্পনির ‘এক্স’ অক্ষরের উপর সক্রিয় ট্রেডমার্ক নিবন্ধন আছে।
গত সোমবার ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন ইলন মাস্ক।
২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সময় মাস্ক বলেছিলেন, এটি তাঁর ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে। টুইটার কেনার পরপরই মূল কোম্পানির নাম হয় ‘এক্স’। গতকাল থেকেই এক্স ডটকম ডোমেইন টুইটার ডটকমে রিডাইরেক্ট করা হয়েছে।
বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়।
এবিষয়ে টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো লিখেছেন, ‘এক্স’ হবে অডিও, ভিডিও, মেসেজিং, অর্থ আদান–প্রদান এবং ব্যাংকিং পরিষেবার বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম।
২০২২ সালে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই কোম্পানিটিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেন।
শুরুর দিকে টুইটার বিজ্ঞাপন থেকে প্রায় অর্ধেক আয় হারায়। পরে অনেক বিজ্ঞাপনদাতা আবার প্ল্যাটফর্মটিতে ফিরে এলেও নয় মাসে লাভের মুখ দেখতে পারেনি কোম্পানিটি। তাই, কোম্পানির পুনরুজ্জীবনের জন্য রিব্র্যান্ডিং করার করার উদ্যোগ নিলেন মাস্ক।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে