Ajker Patrika

একত্রিত হচ্ছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৮: ৪৯
একত্রিত হচ্ছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ

ফেসবুকের মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জার অ্যাপ আলাদা করা হয়েছে ৯ বছর আগে। আলাদা হওয়ার পর থেকে মেসেঞ্জারের আলাদা অ্যাপ ইনস্টল করতে হয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীদের। তবে আবার অ্যাপ দুটো পুনরায় একত্র করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’

২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে। 

সম্প্রতি, রিলে ভিডিওর দৈর্ঘ্যের সীমা ৯০ সেকেন্ড বা দেড় মিনিট করেছে মেটা। টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের রিল ফিচারে নিয়মিতই বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, রিলস এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে রিল প্লে গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণের বেশি বেড়েছে। ভবিষ্যতে রিলের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে মেটা। গত বছর ফেসবুকে রিলের সুবিধা চালু করা হয়। ধারণা করা হয়, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুকে এই ফিচার নিয়ে আসে মেটা।

এর আগে, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।

এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

মেটা জানায়, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত