প্রযুক্তি ডেস্ক
ফেসবুকের মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জার অ্যাপ আলাদা করা হয়েছে ৯ বছর আগে। আলাদা হওয়ার পর থেকে মেসেঞ্জারের আলাদা অ্যাপ ইনস্টল করতে হয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীদের। তবে আবার অ্যাপ দুটো পুনরায় একত্র করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’
২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।
সম্প্রতি, রিলে ভিডিওর দৈর্ঘ্যের সীমা ৯০ সেকেন্ড বা দেড় মিনিট করেছে মেটা। টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের রিল ফিচারে নিয়মিতই বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, রিলস এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে রিল প্লে গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণের বেশি বেড়েছে। ভবিষ্যতে রিলের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে মেটা। গত বছর ফেসবুকে রিলের সুবিধা চালু করা হয়। ধারণা করা হয়, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুকে এই ফিচার নিয়ে আসে মেটা।
এর আগে, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানায়, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।
ফেসবুকের মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জার অ্যাপ আলাদা করা হয়েছে ৯ বছর আগে। আলাদা হওয়ার পর থেকে মেসেঞ্জারের আলাদা অ্যাপ ইনস্টল করতে হয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীদের। তবে আবার অ্যাপ দুটো পুনরায় একত্র করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’
২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।
সম্প্রতি, রিলে ভিডিওর দৈর্ঘ্যের সীমা ৯০ সেকেন্ড বা দেড় মিনিট করেছে মেটা। টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের রিল ফিচারে নিয়মিতই বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, রিলস এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে রিল প্লে গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণের বেশি বেড়েছে। ভবিষ্যতে রিলের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে মেটা। গত বছর ফেসবুকে রিলের সুবিধা চালু করা হয়। ধারণা করা হয়, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুকে এই ফিচার নিয়ে আসে মেটা।
এর আগে, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানায়, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১১ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৪ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৫ ঘণ্টা আগে