Ajker Patrika

ইনস্টাগ্রামে এআইয়ের মাধ্যমে বয়স যাচাই, চালু হচ্ছে নতুন কয়েকটি দেশে 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৫: ৩৪
ইনস্টাগ্রামে এআইয়ের মাধ্যমে বয়স যাচাই, চালু হচ্ছে নতুন কয়েকটি দেশে 

ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর। কিন্তু ভুয়া জন্ম তারিখ দেওয়ার মাধ্যমে ১৩ বছরের কম বয়সী অনেকেই এই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকে। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম।   

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা। 

নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে। 

মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।

সম্প্রতি, ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। এই সুবিধা ব্যবহার করে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন কনটেন্ট নির্মাতারা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেলস-সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে জরিপও করতে পারছেন। এসব তথ্য কনটেন্ট নির্মাতার ফলোয়ার ছাড়া আর কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের ‘পাবলিক অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরাও শুধু ফলোয়ারদের কাছে মেসেজ ও ছবি পাঠাতে পারছেন।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ভবিষ্যতে চ্যানেলস-সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ফলোয়ারদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে।

এর আগে, ব্যবহারকারীদের কাছে তেমন সাড়া না পাওয়ায় নিজেদের লাইভ শপিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ মার্চ থেকে আর পাওয়া যাবে না ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা। এই সুবিধা ব্যবহার করে নির্বাচিত কনটেন্ট নির্মাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্যের-প্রচারণা চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পর্দায় এক বা একাধিক পণ্য প্রদর্শন করতে পারে। এগুলোতে ক্লিক করে পণ্যের বিস্তারিত তথ্যসহ দাম জানার সুযোগ থাকে। ফলে সহজেই ইনস্টাগ্রাম থেকে প্রয়োজনীয় পণ্য কেনা যায়।

ইনস্টাগ্রাম জানায়, লাইভ শপিং সুবিধা বন্ধ হলেও লাইভ অপশন ব্যবহার করে যেকোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে ইনস্টাগ্রামে পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত