Ajker Patrika

টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে

প্রযুক্তি ডেস্ক
টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টেক্সট পোস্ট করার পাশাপাশি অনেকে ভিডিও পোস্ট করেন। সম্প্রতি সর্বোচ্চ ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধাও চালু হয়েছে এই প্ল্যাটফর্মে। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা ব্যবহারকারীকে জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করে টুইটার। তবে এবার এই সুবিধা বন্ধের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে টুইটার কিছু না জানালেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটারে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাচ্ছেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।

এদিকে, অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে।

টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

সমুদ্রের নিচে উদ্বেগজনক কিছু নজরে এল বিজ্ঞানীদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত