Ajker Patrika

স্থগিত টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ আসছে  

প্রযুক্তি ডেস্ক
স্থগিত টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ আসছে  

স্থগিত হওয়া টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট আবার চালুর আবেদন করতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে টুইটার কর্তৃপক্ষ। 

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা একবার বা কম ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে। গত ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিত করা হবে। তবে, নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা হবে। এ ছাড়া, নির্দিষ্ট টুইট মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, অ্যাকাউন্টগুলোর টুইট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কমসংখ্যক অনুসারীরা দেখতে পাবেন। 

টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনা দেওয়ার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দেওয়া হলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে, আত্মপক্ষ সমর্থন করে ব্যবহারকারীরা স্থগিত অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।

গত ডিসেম্বরে, সমালোচনাকারী বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন মাস্ক। তবে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত