Ajker Patrika

টুইটের বুকমার্ক সংখ্যা দেখতে পারবেন আইফোন ব্যবহারকারীরা

প্রযুক্তি ডেস্ক
টুইটের বুকমার্ক সংখ্যা দেখতে পারবেন আইফোন ব্যবহারকারীরা

আইফোন ও আইপ্যাডে এখন থেকে দেখা যাবে কতজন টুইট বুকমার্ক করেছেন। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।  

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে। 

সম্প্রতি, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।

২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।

এর আগে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয় মাস্ক। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে। 

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানান, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত