স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে