প্রযুক্তি ডেস্ক
ফেসবুক ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে কোনো বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত মেশিন লার্নিং কীভাবে নিচ্ছে, তা জানাচ্ছে ফেসবুক। কোনো বিজ্ঞাপন ব্যবহারকারীকে দেখানোর কারণ জানাতে ফেসবুকের বিজ্ঞাপন স্বচ্ছতা প্রযুক্তির হালনাগাদ করছে মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মেটার পক্ষ থেকে পেদ্রো পাভন এক ব্লগে জানান, ১৪ ফেব্রুয়ারি থেকে প্ল্যাটফর্মে দেখানো বিজ্ঞাপনের ওপর একটি বার্তা দিচ্ছে ফেসবুক। সেই বার্তায় লেখা থাকে, ‘আমি কেন এই বিজ্ঞাপন দেখছি?’ ব্যবহারকারী যখন এই বার্তায় ক্লিক করেন, তখন তিনি বিজ্ঞাপনটি কেন দেখছেন, তা সম্পর্কে জানতে পারেন। বিস্তারিত তথ্যে বন্ধ ও চালু দুই অবস্থাতেই ব্যবহারকারীর কর্মকাণ্ডের তথ্যের সংক্ষিপ্ত বিবরণ থাকে। যেমন ব্যবহারকারী কোন ধরনের পোস্টে লাইক দিচ্ছেন বা কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন সেসব তথ্য মেশিন লার্নিং মডেল জানতে পারে। আর এ তথ্য ব্যবহার করেই ব্যবহারকারী কোন বিজ্ঞাপন দেখবেন, তা ঠিক করে মডেলটি।
ব্যবহারকারীকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য মেশিন লার্নিং মডেলগুলো কীভাবে বিভিন্ন বিষয়কে সংযুক্ত করে, তা উদাহরণ ও চিত্র দিয়ে ব্যাখ্যাও করে প্ল্যাটফর্মটি। শিগগিরই এই সুবিধা ইনস্টাগ্রামেও চালুর পরিকল্পনা আছে মেটার।
বিগত মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সম্ভাব্য ক্ষতিকর বিজ্ঞাপন প্রচার ঠেকাতে উদ্যোগ নেয় টেক জায়ান্ট মেটা। বিজ্ঞাপনদাতারা এখন থেকে শুধু তাদের বয়স ও অবস্থান জানতে পারবে বলে বলে দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে জানানো হয়।
এর আগে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ এনে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কয়েকটি পাবলিক স্কুল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মূল কোম্পানির বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, উদ্বেগ, বিষণ্নতা, বিশৃঙ্খল হওয়া, সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী। এই পরিস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে মেটা বিধিনিষেধ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফেসবুক ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে কোনো বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত মেশিন লার্নিং কীভাবে নিচ্ছে, তা জানাচ্ছে ফেসবুক। কোনো বিজ্ঞাপন ব্যবহারকারীকে দেখানোর কারণ জানাতে ফেসবুকের বিজ্ঞাপন স্বচ্ছতা প্রযুক্তির হালনাগাদ করছে মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মেটার পক্ষ থেকে পেদ্রো পাভন এক ব্লগে জানান, ১৪ ফেব্রুয়ারি থেকে প্ল্যাটফর্মে দেখানো বিজ্ঞাপনের ওপর একটি বার্তা দিচ্ছে ফেসবুক। সেই বার্তায় লেখা থাকে, ‘আমি কেন এই বিজ্ঞাপন দেখছি?’ ব্যবহারকারী যখন এই বার্তায় ক্লিক করেন, তখন তিনি বিজ্ঞাপনটি কেন দেখছেন, তা সম্পর্কে জানতে পারেন। বিস্তারিত তথ্যে বন্ধ ও চালু দুই অবস্থাতেই ব্যবহারকারীর কর্মকাণ্ডের তথ্যের সংক্ষিপ্ত বিবরণ থাকে। যেমন ব্যবহারকারী কোন ধরনের পোস্টে লাইক দিচ্ছেন বা কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন সেসব তথ্য মেশিন লার্নিং মডেল জানতে পারে। আর এ তথ্য ব্যবহার করেই ব্যবহারকারী কোন বিজ্ঞাপন দেখবেন, তা ঠিক করে মডেলটি।
ব্যবহারকারীকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য মেশিন লার্নিং মডেলগুলো কীভাবে বিভিন্ন বিষয়কে সংযুক্ত করে, তা উদাহরণ ও চিত্র দিয়ে ব্যাখ্যাও করে প্ল্যাটফর্মটি। শিগগিরই এই সুবিধা ইনস্টাগ্রামেও চালুর পরিকল্পনা আছে মেটার।
বিগত মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সম্ভাব্য ক্ষতিকর বিজ্ঞাপন প্রচার ঠেকাতে উদ্যোগ নেয় টেক জায়ান্ট মেটা। বিজ্ঞাপনদাতারা এখন থেকে শুধু তাদের বয়স ও অবস্থান জানতে পারবে বলে বলে দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে জানানো হয়।
এর আগে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ এনে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কয়েকটি পাবলিক স্কুল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মূল কোম্পানির বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, উদ্বেগ, বিষণ্নতা, বিশৃঙ্খল হওয়া, সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী। এই পরিস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে মেটা বিধিনিষেধ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিনিয়োগকারীদের কাছে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীরা। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল এবং ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ। একজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত শুক্রবার এ তথ্য জা
১ ঘণ্টা আগেআগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৭ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১ দিন আগে