Ajker Patrika

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ হলেও ব্যবহারকারী কমেনি

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ হলেও ব্যবহারকারী কমেনি

কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করা হলেও ব্যবহারকারীর সংখ্যায় তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে। বেসরকারি ডেটা ট্রাকিং কোম্পানির তথ্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত জুলাইতে কানাডা সরকার ডিজিটাল প্লাটফর্মে সংবাদ প্রকাশে নতুন আইন করে। এই আইন অনুযায়ী, গুগল বা ফেসবুক কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ তাদের প্লাটফর্মে প্রকাশ করলে সংবাদ প্রকাশককে তার জন্য অর্থ দিতে হবে। 

নতুন আইনে অসন্তুষ্ট হয়ে মেটা কানাডার সংবাদ ফেসবুকে প্রকাশ বন্ধের পাশাপাশি আগের নিউজের লিংকও মুছে ফেলে। এই পদক্ষেপের ফলে কানাডার সরকারের তীব্র সমালোচনার মুখোমুখি হয় মেটা। 

ডিজিটাল ডেটা বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েব বলছে, আগস্ট মাসের শুরু থেকে মেটা কোম্পানি কানাডার ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করে। তাতেও প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেনি।

আরেকটি ডেটা বিশ্লেষণ কোম্পানি ডেটাডটএআই বলছে, এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

গত জুন মাসে কানাডার সংসদে ‘দ্য অনলাইন নিউজ অ্যাক্ট’ পাস করা হয়। কানাডার সংবাদ প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের জন্য এই আইনটি গুগল ও মেটার মতো প্ল্যাটফর্মগুলিকে প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করে ৷ 

মেটা ও গুগল উভয় কোম্পানি বলছে, এ আইন তাদের ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

মেটা বলছে, সংবাদের লিংকগুলি ফেসবুক ফিডের ৩ শতাংশেরও কম কনটেন্ট তৈরি করে ও কোম্পানির কাছে এর কোনো অর্থনৈতিক মূল্য নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত