প্রযুক্তি ডেস্ক
এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’
টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে। কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।
এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’
টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে। কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা
১৩ ঘণ্টা আগেচ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি
১৫ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে ১৬৭ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। হোয়াটসঅ্যাপে পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে ম্যালওয়্যার হামলার ঘটনায় এ রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি জুরি।
১৬ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
১৮ ঘণ্টা আগে