Ajker Patrika

১০০ কোটি ডলার বিনিয়োগ পেল ট্রাম্পের সোশ্যাল মিডিয়া উদ্যোগ

১০০ কোটি ডলার বিনিয়োগ পেল ট্রাম্পের সোশ্যাল মিডিয়া উদ্যোগ

বহু দিন ধরেই নিজস্ব সোশ্যাল মিডিয়া আনার কথা বলছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার পর ফেসবুক, টুইটারসহ বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তাঁকে নিষিদ্ধ করার পর এই উদ্যোগ বাস্তবায়নে তোড়জোড় শুরু করেছেন তিনি। সেই উদ্যোগে এবার অনেকখানি এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। শেয়ার বাজারে তালিকাভুক্তির পরিকল্পনা চলছে। এর মধ্যেই ১০০ কোটি ডলার বিনিয়োগ পেলেন তিনি। 

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ আগামী বছরের শুরুতে ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করতে উঠেপড়ে লেগেছে। বিনিয়োগ পাওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘১০০ কোটি ডলার বিনিয়োগ, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে, সেন্সরশিপ এবং রাজনৈতিক বৈষম্যের অবসান হওয়া উচিত।’ 

ট্রাম্প বলেন, ‘আমাদের ব্যালেন্স শিট বড় হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বৃহৎ প্রযুক্তি কোম্পানির জুলুমের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তি সঞ্চয় করবে এবং শক্ত অবস্থানে থাকবে।’

এ বছরের শুরুতেই ‘ট্রুথ সোশ্যাল’ চালু করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, এই প্ল্যাটফর্ম ‘রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বৈষম্য ছাড়া’ কথোপকথনের সুযোগ দেবে। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওয়াল স্ট্রিটের তালিকাভুক্ত অনেক কোম্পানি সাবেক প্রেসিডেন্টের নতুন উদ্যোগে বিনিয়োগের সুযোগ নেয়নি। কিন্তু কিছু হেজ ফান্ড, ফ্যামিলি ইনভেস্টমেন্ট ফার্ম এবং প্রচুর নিট সম্পদের মালিক এমন ব্যক্তিরাই এতে বিনিয়োগ করছেন। 

টুইটারে ৮৯ মিলিয়ন, ফেসবুকে ৩৩ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ২৪ দশমিক ৫ মিলিয়ন ফলোয়ার ছিল ট্রাম্পের। প্রেসিডেন্ট থাকাকালেও ট্রাম্প টুইটারে বাড়াবাড়ি রকমের সক্রিয় ছিলেন। এসব প্ল্যাটফর্মে ব্লক হয়ে যাওয়ার পর বলতে গেলে কথা বলার সুযোগই হারিয়েছেন তিনি। 

২০২৪ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এমন ইঙ্গিতও তিনি বারবার দিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত