Ajker Patrika

শুধু ব্লু সাবস্ক্রাইবাররা পাবেন টুইটারের টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৪: ১৮
শুধু ব্লু সাবস্ক্রাইবাররা পাবেন টুইটারের টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা

আজ (২০ মার্চ) থেকে টুইটারে আর বিনামূল্যে পাওয়া যাবে না না টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা। ফলে বাড়তি সুরক্ষার এই ফিচার হারাচ্ছেন বেশির ভাগ ব্যবহারকারী। তবে এই সুবিধা পাবেন শুধু প্ল্যাটফর্মের ব্লু টিক সাবস্ক্রাইবাররা। কোনো ব্যবহারকারী টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা পেতে চাইলে তাঁকে আগে ব্লু টিক সেবায় সাবস্ক্রাইব করতে হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধার জন্য বাড়তি অর্থ খরচ করতে হবে বলে ঘোষণা দেয় টুইটার। সেই ঘোষণা অনুযায়ী ২০ মার্চ থেকে কার্যকর হলো নতুন এই নিয়ম। অনলাইনে নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে টু ফ্যাক্টর অথেনটিকেশন একটি অপরিহার্য নিরাপত্তাব্যবস্থা। কোনো অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে সেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করা যায়।

টুইটার অ্যাকাউন্টে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করা থাকলে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাকার জেনে গেলেও হ্যাকার ওই অ্যাকাউন্টের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হ্যাকার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেও টুইটার হ্যাকারকে একটি নতুন ওয়েবপেজে নিয়ে যাবে। যেখানে হ্যাকারকে একটি ‘ভেরিফিকেশন কোড’ দিতে বলা হবে। সেই কোডটি মূলত ব্যবহারকারীর ফোন নম্বরে আসবে। যে কোডটি ব্যবহারকারী ছাড়া আর কারও জানার সুযোগ থাকবে না। সেই ভেরিফিকেশন কোডটি হ্যাকার না পেলে সে কোনোভাবেই সেই টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।

সম্প্রতি, কতজন টুইট বুকমার্ক করেছেন তা এখন থেকে আইফোন ও আইপ্যাডে থেকে দেখা যাবে বলে ঘোষণা দিয়েছে টুইটার। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে।

এর আগে, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।

২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

চীনের বেলুন সহ্য হয়নি, এখন যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারকে বিমানঘাঁটি দিচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ট্রাইব্যুনালের পরোয়ানার পর লাপাত্তা মেজর জেনারেল কবীর, সন্ধানে তৎপরতা জানাল সেনাসদর

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত