প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীদের জন্য নিয়মিতই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপে ‘রিয়েল টাইম’ অডিও চ্যাটের সুবিধা আনছে প্ল্যাটফর্মটি। শিগগিরই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ডব্লিউএবেটা ইনফো’র প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে-স্টোরে হোয়াটসঅ্যাপের বেটা ২.২৩.৭.১২ সংস্করণে অডিও চ্যাটের সুবিধাটি দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছ শিগগিরই এই সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ও কলিং ফিচার থাকলেও নতুন এই সুবিধা আলাদা করে ঠিক কী সুবিধা আনছে তা বিস্তারিতভাবে জানা যায়নি।
এদিকে আইফোনে ভিডিও ধারণ করে পাঠানোর সুবিধা আনছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। সুবিধাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত আইফোনে সংরক্ষিত ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। অর্থাৎ কোনো ভিডিও পাঠাতে হলে তা আগে থেকেই ফোনের স্টোরেজে থাকতে হতো। তবে নতুন সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন। এতে এন্ড টু এন্ড এনক্রিপটেড নিরাপত্তা সুবিধা থাকছে।
এর আগে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ। নতুন সংস্করণটিতে কম্পিউটার থেকে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফোনের মতো ডেস্কটপ সংস্করণেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে অ্যান্ড টু অ্যান্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।
নতুন সংস্করণে ‘কল শিডিউল’ সুবিধাও কাজ করবে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আশা করছে, এই সুবিধা চালুর ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে।
ব্যবহারকারীদের জন্য নিয়মিতই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপে ‘রিয়েল টাইম’ অডিও চ্যাটের সুবিধা আনছে প্ল্যাটফর্মটি। শিগগিরই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ডব্লিউএবেটা ইনফো’র প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে-স্টোরে হোয়াটসঅ্যাপের বেটা ২.২৩.৭.১২ সংস্করণে অডিও চ্যাটের সুবিধাটি দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছ শিগগিরই এই সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ও কলিং ফিচার থাকলেও নতুন এই সুবিধা আলাদা করে ঠিক কী সুবিধা আনছে তা বিস্তারিতভাবে জানা যায়নি।
এদিকে আইফোনে ভিডিও ধারণ করে পাঠানোর সুবিধা আনছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। সুবিধাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত আইফোনে সংরক্ষিত ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। অর্থাৎ কোনো ভিডিও পাঠাতে হলে তা আগে থেকেই ফোনের স্টোরেজে থাকতে হতো। তবে নতুন সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন। এতে এন্ড টু এন্ড এনক্রিপটেড নিরাপত্তা সুবিধা থাকছে।
এর আগে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ। নতুন সংস্করণটিতে কম্পিউটার থেকে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফোনের মতো ডেস্কটপ সংস্করণেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে অ্যান্ড টু অ্যান্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।
নতুন সংস্করণে ‘কল শিডিউল’ সুবিধাও কাজ করবে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আশা করছে, এই সুবিধা চালুর ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১২ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে