প্রযুক্তি ডেস্ক
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।
মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’
স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।
তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র্যাডক্লিফ।
ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান।
স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে