টুইটার পরিবর্তন করে এক্স নাম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। ‘এক্স’ এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটিতে উঠেছে বলে সম্প্রতি এক পোস্টে তিনি জানান।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুলাই ‘থ্রেডস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে মেটা। তখন থেকে ব্যবহারকারী বেড়ে যাওয়ার দাবি করছে এই কোম্পানির নির্বাহীরা। যদিও এর মধ্যে বিজ্ঞাপনী আয় কমেছে। সংগঠনের পরিবর্তন আনার মাধ্যমে বিজ্ঞাপনী আয় বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানি।
গত বছর মে মাসে টুইটারে প্রায় ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। এরপর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেন। গত নভেম্বর টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি হয়েছিল বলে মাস্ক জানান।
মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে কোম্পানি বেশ কিছু ব্যবসায়িক পরিবর্তন করেছে। ভেরিফায়েড ব্লু টিক এখন পেইড পরিষেবা। বিজ্ঞাপন বিক্রির একটি অংশ নির্বাচিত কন্টেন্ট নির্মাতাদের দেবে প্ল্যাটফর্মটি।
গত মে মাসে মাস্ক এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপনী প্রধান লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও মনোনীত করেন। এ থেকে ধারণা করা হয়, বিজ্ঞাপন বাড়ানোই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। যদিও প্ল্যাটফর্মটির কাজ ছিলো সাবস্ক্রিপশন বাড়ানো।
চলতি মাসের শুরুতে মাস্ক বলেছেন, এক্সের বিজ্ঞাপনী আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ঋণের পরিমাণও অনেক।
এদিকে টুইটারকে এক্স হিসেবে পুনরায় নামকরণ আইনিভাবে জটিল হতে পারে। এক্স একটি বহুল ব্যবহৃত ট্রেডমার্ক। এ নিয়ে আইনি লড়াই হতে পারে। এই অক্ষরের উপর মেটা ও মাইক্রোসফটের মেধাস্বত্ত্ব আছে।
ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গার্বেন বলেন, ‘কেউ না কেউ টুইটারের বিরুদ্ধে এই বিষয়ে মামলা করবে- এটি শতভাগ নিশ্চিত।’
যুক্তরাজ্যে এই এক্স বর্ণ নিয়ে প্রায় ৯০০টির মতো প্রতিষ্ঠানের সক্রিয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে বলে জানান তিনি।
২০০৩ সাল থেকে মাইক্রোসফট এক্সবক্স ভিডিও গেইম সিস্টেমের জন্য এক্স ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। মেটা প্ল্যাটফর্ম ২০১৯ সালে সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নীল সাদায় আবৃত ‘এক্স’ বর্ণ নিবন্ধিত করে।
গার্বেন বলেন, ‘টু্ইটারের এক্স ব্র্যান্ড সমতায় হুমকি না মনে হলে মেটা ও মাইক্রোসফট মামলা করবে না।’
এই বিষয়ে তিন প্রতিষ্ঠানের কেউই মন্তব্য করেনি।
টুইটার পরিবর্তন করে এক্স নাম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। ‘এক্স’ এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটিতে উঠেছে বলে সম্প্রতি এক পোস্টে তিনি জানান।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুলাই ‘থ্রেডস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে মেটা। তখন থেকে ব্যবহারকারী বেড়ে যাওয়ার দাবি করছে এই কোম্পানির নির্বাহীরা। যদিও এর মধ্যে বিজ্ঞাপনী আয় কমেছে। সংগঠনের পরিবর্তন আনার মাধ্যমে বিজ্ঞাপনী আয় বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানি।
গত বছর মে মাসে টুইটারে প্রায় ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। এরপর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেন। গত নভেম্বর টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি হয়েছিল বলে মাস্ক জানান।
মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে কোম্পানি বেশ কিছু ব্যবসায়িক পরিবর্তন করেছে। ভেরিফায়েড ব্লু টিক এখন পেইড পরিষেবা। বিজ্ঞাপন বিক্রির একটি অংশ নির্বাচিত কন্টেন্ট নির্মাতাদের দেবে প্ল্যাটফর্মটি।
গত মে মাসে মাস্ক এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপনী প্রধান লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও মনোনীত করেন। এ থেকে ধারণা করা হয়, বিজ্ঞাপন বাড়ানোই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। যদিও প্ল্যাটফর্মটির কাজ ছিলো সাবস্ক্রিপশন বাড়ানো।
চলতি মাসের শুরুতে মাস্ক বলেছেন, এক্সের বিজ্ঞাপনী আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ঋণের পরিমাণও অনেক।
এদিকে টুইটারকে এক্স হিসেবে পুনরায় নামকরণ আইনিভাবে জটিল হতে পারে। এক্স একটি বহুল ব্যবহৃত ট্রেডমার্ক। এ নিয়ে আইনি লড়াই হতে পারে। এই অক্ষরের উপর মেটা ও মাইক্রোসফটের মেধাস্বত্ত্ব আছে।
ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গার্বেন বলেন, ‘কেউ না কেউ টুইটারের বিরুদ্ধে এই বিষয়ে মামলা করবে- এটি শতভাগ নিশ্চিত।’
যুক্তরাজ্যে এই এক্স বর্ণ নিয়ে প্রায় ৯০০টির মতো প্রতিষ্ঠানের সক্রিয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে বলে জানান তিনি।
২০০৩ সাল থেকে মাইক্রোসফট এক্সবক্স ভিডিও গেইম সিস্টেমের জন্য এক্স ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। মেটা প্ল্যাটফর্ম ২০১৯ সালে সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নীল সাদায় আবৃত ‘এক্স’ বর্ণ নিবন্ধিত করে।
গার্বেন বলেন, ‘টু্ইটারের এক্স ব্র্যান্ড সমতায় হুমকি না মনে হলে মেটা ও মাইক্রোসফট মামলা করবে না।’
এই বিষয়ে তিন প্রতিষ্ঠানের কেউই মন্তব্য করেনি।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে