আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভূত এক আইনজীবীকে বিয়ে করেছেন জনপ্রিয় মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান নাইজেল এনজি ওরফে আংকেল রজার। চলতি বছরের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সম্প্রতি ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, কনে সাবরিনা আহমেদ বাংলাদেশি-আরব বংশোদ্ভূত একজন মার্কিন আইনজীবী। বর্তমানে তিনি মিয়ামিতে কর্মরত। সাবরিনা ফ্যাশন ম্যাগাজিন ভোগকে জানান, মিয়ামিতেই প্রথমবার নাইজেলকে দেখেন তিনি। পরে একটি ডেটিং অ্যাপে পরিচয়। ২০২২ সালে বোস্টন বিমানবন্দরে তাঁদের প্রথম দেখা। এই প্রথম সাক্ষাৎকে দুজনই মজা করে ‘নিয়তির অভিশাপ’ বলে বর্ণনা করেছেন।
সাবরিনা বলেন, তাঁর এক বন্ধু প্রথমে তাঁকে নাইজেলের কনটেন্ট দেখান। তিনি নাইজেলকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই বলে যে, ‘এই লোকটা ভাত নিয়ে কৌতুক করে।’ সাবরিনা জানান, শুনে তার খুব একটা আগ্রহ হয়নি। কিন্তু পরে তার কনটেন্ট দেখে বেশ ভালো লাগে। এবং তিনি বুঝতে পারেন নাইজেল অত্যন্ত রসিক একজন মানুষ, একই সঙ্গে বেশ ‘কিউট’ও তিনি।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে নাইজেল বলেন, ‘২০২৩ সালের মার্চেই আমি বুঝে গিয়েছিলাম, আমি তাঁকে ভালোবাসি এবং সারা জীবন তাঁর সঙ্গেই কাটাতে চাই। এরপরের ইতিহাস সবারই জানা।’
পরে গত বছর এপ্রিলে জাপানের টোকিওতে ইনোকাশিরা পার্কে চেরি ফুল গাছের নিচে সাবরিনাকে বিয়ের প্রস্তাব দেন নাইজেল। পরে, গত বছর শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বাগদানের ঘোষণা দেন নাইজেল।
নাইজেল ও সাবরিনার বিয়ের অনুষ্ঠানে দুজনের আলাদা সংস্কৃতি বেশ গুরুত্ব পেয়েছে। সাবরিনার বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর নাইজেলের মালয় সংস্কৃতি—উভয়েরই মিশেলে অনুষ্ঠিত হয় তাঁদের তিন দিনব্যাপী বিবাহ অনুষ্ঠান।
আংকেল রজার হলো মালয়েশিয়া-জন্ম কমেডিয়ান নাইজেল এনজি-এর তৈরি এক জনপ্রিয় চরিত্র। কমলা রঙের পোলো শার্ট আর হাফ প্যান্ট পড়ে দক্ষিণ এশীয় স্টাইলে বসে ল্যাপটপে বিভিন্ন রান্নাবান্নার ভিডিওর ভুলভ্রান্তি ধরে বিশ্বজুড়ে কোটি দর্শকের মন জয় করেছেন তিনি। মূলত অতিরঞ্জিত চীনা-মালয়েশিয়ান উচ্চারণ আর অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছেন তিনি।
আরও খবর পড়ুন:
বাংলাদেশি বংশোদ্ভূত এক আইনজীবীকে বিয়ে করেছেন জনপ্রিয় মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান নাইজেল এনজি ওরফে আংকেল রজার। চলতি বছরের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সম্প্রতি ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, কনে সাবরিনা আহমেদ বাংলাদেশি-আরব বংশোদ্ভূত একজন মার্কিন আইনজীবী। বর্তমানে তিনি মিয়ামিতে কর্মরত। সাবরিনা ফ্যাশন ম্যাগাজিন ভোগকে জানান, মিয়ামিতেই প্রথমবার নাইজেলকে দেখেন তিনি। পরে একটি ডেটিং অ্যাপে পরিচয়। ২০২২ সালে বোস্টন বিমানবন্দরে তাঁদের প্রথম দেখা। এই প্রথম সাক্ষাৎকে দুজনই মজা করে ‘নিয়তির অভিশাপ’ বলে বর্ণনা করেছেন।
সাবরিনা বলেন, তাঁর এক বন্ধু প্রথমে তাঁকে নাইজেলের কনটেন্ট দেখান। তিনি নাইজেলকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই বলে যে, ‘এই লোকটা ভাত নিয়ে কৌতুক করে।’ সাবরিনা জানান, শুনে তার খুব একটা আগ্রহ হয়নি। কিন্তু পরে তার কনটেন্ট দেখে বেশ ভালো লাগে। এবং তিনি বুঝতে পারেন নাইজেল অত্যন্ত রসিক একজন মানুষ, একই সঙ্গে বেশ ‘কিউট’ও তিনি।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে নাইজেল বলেন, ‘২০২৩ সালের মার্চেই আমি বুঝে গিয়েছিলাম, আমি তাঁকে ভালোবাসি এবং সারা জীবন তাঁর সঙ্গেই কাটাতে চাই। এরপরের ইতিহাস সবারই জানা।’
পরে গত বছর এপ্রিলে জাপানের টোকিওতে ইনোকাশিরা পার্কে চেরি ফুল গাছের নিচে সাবরিনাকে বিয়ের প্রস্তাব দেন নাইজেল। পরে, গত বছর শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বাগদানের ঘোষণা দেন নাইজেল।
নাইজেল ও সাবরিনার বিয়ের অনুষ্ঠানে দুজনের আলাদা সংস্কৃতি বেশ গুরুত্ব পেয়েছে। সাবরিনার বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর নাইজেলের মালয় সংস্কৃতি—উভয়েরই মিশেলে অনুষ্ঠিত হয় তাঁদের তিন দিনব্যাপী বিবাহ অনুষ্ঠান।
আংকেল রজার হলো মালয়েশিয়া-জন্ম কমেডিয়ান নাইজেল এনজি-এর তৈরি এক জনপ্রিয় চরিত্র। কমলা রঙের পোলো শার্ট আর হাফ প্যান্ট পড়ে দক্ষিণ এশীয় স্টাইলে বসে ল্যাপটপে বিভিন্ন রান্নাবান্নার ভিডিওর ভুলভ্রান্তি ধরে বিশ্বজুড়ে কোটি দর্শকের মন জয় করেছেন তিনি। মূলত অতিরঞ্জিত চীনা-মালয়েশিয়ান উচ্চারণ আর অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছেন তিনি।
আরও খবর পড়ুন:
বাক্শক্তিহীন ব্যক্তিদের মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। চলতি বছরের অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার লক্ষ্য হলো বাক্শক্তিহীন ব্যক্তিদের চিন্তাকে সরাসরি পাঠ্যরূপে রূপান্তর করা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন আসছে—এমন গুঞ্জন এখন আর তেমন নতুন কিছু নয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই ফোনটির ডিজাইন হবে অনেকটা ‘দুই আইফোন এয়ার একসঙ্গে জোড়া লাগানোর’ মতো।
৩ ঘণ্টা আগেলিউকেমিয়ায় আক্রান্ত ছয় বছরের ছেলে লুকার সঙ্গে হাসপাতালে হাঁটছিলেন মা মেগান ব্রাজিল-শিহান। করিডরে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় চার ফুট লম্বা এক রোবট—রবিন। উচ্চ স্বরে শিশুকণ্ঠে রোবটটি বলে উঠল, ‘লুকা, কেমন আছ? অনেক দিন দেখা হয়নি!’
৪ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ মালিকানা নিয়ে এক নতুন মোড় সামনে এল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রমের অংশীদার হতে পারেন বিখ্যাত মিডিয়া মোগল রুপার্ট মারডক ও প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল।
৭ ঘণ্টা আগে