Ajker Patrika

দায়িত্ব ছাড়ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮: ৪২
দায়িত্ব ছাড়ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান

দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান জন পিনেট। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সময় যোগাযোগ বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফেসবুকের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন। 

এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকার জন্য পিনেটের প্রতি কোম্পানি কৃতজ্ঞ। শুধু তাই নয়, তার পরবর্তী জীবনের শুভকামনা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

তবে জন পিনেট আসলে কী কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এ বিষয়ে কোনো  মন্তব্য করতে রাজি হননি ফেসবুকের মুখপাত্র। গতকাল শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে পিনেটের চলে যাওয়ার খবরটি প্রথম চাউর হয়। 

ফেসবুকের তথ্যানুসারে, ২০১৯ সালে পিনেটকে আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। এখানে যোগদানের আগে পিনেট পাঁচ বছর ধরে বিল গেটসের প্রাইভেট অফিস এবং ইনোভেশন ল্যাব গেটস ভেঞ্চারসে যোগাযোগ বিভাগের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত