নিজেদের অনুভূতি, চিন্তা বা দৈনন্দিন জীবন সৃজনশীলভাবে তুলে ধরতে ফেসবুকের স্টোরি ফিচার ব্যবহার করেন অনেকে। এর মাধ্যমে অডিয়েন্সদের বেশি আকর্ষণ করা যায়। এ ছাড়া সম্প্রতি ফেসবুক স্টোরির মাধ্যমে আয়ের সুযোগও দিচ্ছে মেটা। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন।
ফেসবুক স্টোরি তৈরি এবং পোস্ট করা অনেক সহজ। বিভিন্ন টুল এবং অপশনের মাধ্যমে ফিচারটি আরও বেশি কার্যকর ও সৃজনশীলভাবে ব্যবহার করা যায়।
ফেসবুক স্টোরি কী
ফেসবুক স্টোরি হলো এমন টেক্সট, ছবি ও ভিডিওর সংগ্রহ, যা পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে হারিয়ে যায়। এর ফলে আরও দ্রুত তথ্য শেয়ার করা যায়। এতে বিভিন্ন ধরনের ইফেক্ট, টেক্সট এবং স্টিকার যোগ করা যায়, যা স্টোরিকে সাধারণ পোস্টের তুলনায় আরও আকর্ষণীয় করে তোলে।
স্বাভাবিক ফিড পোস্টের তুলনায় ফেসবুক স্টোরি আলাদাভাবে কাজ করে। এখানে কে কে আপনার কনটেন্ট দেখেছে, তা দেখা যায়। আর আপনার স্টোরিতে প্রতিক্রিয়া জানাতে এবং মন্তব্য করতে পারবেন অন্য ব্যবহারকারীরা। এসব মন্তব্য আপনার ইনবক্সে মেসেজ হিসেবে চলে আসবে। এর মাধ্যমে অডিয়েন্সের সঙ্গে কথোপকথন শুরু করার সুযোগ পাওয়া যায়।
ফেসবুক ফিডের একদম ওপরের দিকে স্টোরিগুলো দেখা যায়। ফেসবুক স্টোরি ফেসবুকের ওয়েব ভার্সন এবং মোবাইল অ্যাপ থেকে ব্যবহার করা যাবে।
ফেসবুক স্টোরি তৈরি ও পোস্ট করবেন যেভাবে—
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনের গ্যালারিও দেখা যাবে।
৪. এই পেজ থেকে বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করা যাবে।
ছবি বা ভিডিও পোস্ট: গ্যালারিতে স্ক্রল করে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন। এ ছাড়া গ্যালারির সঙ্গে তীর চিহ্ন ট্যাপ করে ফোনের বিভিন্ন ফোল্ডার দেখা যাবে। এসব ফোল্ডারের ওপর ট্যাপ করেও কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও নির্বাচন করা যাবে।
টেক্সট: এই পেজে টেক্সট অপশনে ট্যাপ করুন। এখন যেকোনো কিছু টাইপ করুন। এখানে টেক্সট ফরম্যাট পরিবর্তন করার জন্য নিচে কতগুলো অপশন দেখা যাবে। পছন্দমতো টেক্সট ফরম্যাট নির্বাচন করেও নিজের মনের কথা টাইপ করুন।
মিউজিক: শুধু ছবি, ভিডিও বা টেক্সট নয়; গানও স্টোরি হিসেবে শেয়ার করা যায়। এ জন্য ‘মিউজিক’ অপশনে ট্যাপ করুন। এরপর গানের অনেকগুলো তালিকা দেখাবে। তালিকা থেকে গান নির্বাচন করুন কিংবা ওপরের দিকে থাকা সার্চ বাটনে গানের নাম টাইপ করে কাঙ্ক্ষিত গান খুঁজে বের করুন। এই গানের সঙ্গে গ্যালারি থেকে ছবিও যুক্ত করা যাবে বা পছন্দমতো ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা যাবে।
বুমেরাং: এখন ফেসবুক স্টোরিতে ইনস্টাগ্রামের মতো বুমেরাংও পোস্ট করা যাবে। এ জন্য ওপরের বুমেরাং অপশনে ট্যাপ করুন। এরপর ‘অ্যালাও অ্যাকসেস’ অপশনে ট্যাপ করুন। ফলে ফেসবুক আপনার ক্যামেরা ব্যবহারের অনুমতি পাবে। এখন সাধারণভাবে ক্যামেরার শাটার বাটন বা এখানে বুমেরাং বাটনে ট্যাপ করুন। বুমেরাং তৈরি করুন।
কোলাজ: এই অপশনের মাধ্যমের গ্যালারি থেকে একাধিক ছবি নির্বাচন করুন, যা কোলাজ করে শেয়ার করা যাবে।
৪. পছন্দমতো স্টোরি তৈরি শেষ হলে নিচের সেটিংস থেকে স্টোরিটি নির্দিষ্ট অডিয়েন্সের কাছে সীমাবদ্ধ রাখতে পারবেন বা পাবলিকলি শেয়ার করতে পারবেন। সুবিধা অনুযায়ী যেকোনো সেটিংস নির্বাচন করুন।
৫. স্টোরি তৈরি শেষ হলে এবং পছন্দমতো সেটিংস নির্বাচন হলে এবার ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্টোরিটি পোস্ট হবে।
এভাবে একাধিক স্টোরি তৈরি করতে পারবেন।
স্টোরটি ডিলিট করবেন যেভাবে
স্টোরি ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে গিয়ে আর্কাইভ হয়ে যায়। তবে ভুলক্রমে কোনো স্টোরি শেয়ার করলে তা সঙ্গে সঙ্গে ডিলিট করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুক চালু করুন।
২. নিউজ ফিডের ওপরের দিকে নিজের স্টোরিগুলো দেখা যাবে। এখন নিজের স্টোরির ওপর ট্যাপ করুন
৩. এরপর ডান কোনায় থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। এবার অপশনগুলো থেকে ‘ডিলিট’ বাটনে ট্যাপ করুন।
নিজেদের অনুভূতি, চিন্তা বা দৈনন্দিন জীবন সৃজনশীলভাবে তুলে ধরতে ফেসবুকের স্টোরি ফিচার ব্যবহার করেন অনেকে। এর মাধ্যমে অডিয়েন্সদের বেশি আকর্ষণ করা যায়। এ ছাড়া সম্প্রতি ফেসবুক স্টোরির মাধ্যমে আয়ের সুযোগও দিচ্ছে মেটা। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন।
ফেসবুক স্টোরি তৈরি এবং পোস্ট করা অনেক সহজ। বিভিন্ন টুল এবং অপশনের মাধ্যমে ফিচারটি আরও বেশি কার্যকর ও সৃজনশীলভাবে ব্যবহার করা যায়।
ফেসবুক স্টোরি কী
ফেসবুক স্টোরি হলো এমন টেক্সট, ছবি ও ভিডিওর সংগ্রহ, যা পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে হারিয়ে যায়। এর ফলে আরও দ্রুত তথ্য শেয়ার করা যায়। এতে বিভিন্ন ধরনের ইফেক্ট, টেক্সট এবং স্টিকার যোগ করা যায়, যা স্টোরিকে সাধারণ পোস্টের তুলনায় আরও আকর্ষণীয় করে তোলে।
স্বাভাবিক ফিড পোস্টের তুলনায় ফেসবুক স্টোরি আলাদাভাবে কাজ করে। এখানে কে কে আপনার কনটেন্ট দেখেছে, তা দেখা যায়। আর আপনার স্টোরিতে প্রতিক্রিয়া জানাতে এবং মন্তব্য করতে পারবেন অন্য ব্যবহারকারীরা। এসব মন্তব্য আপনার ইনবক্সে মেসেজ হিসেবে চলে আসবে। এর মাধ্যমে অডিয়েন্সের সঙ্গে কথোপকথন শুরু করার সুযোগ পাওয়া যায়।
ফেসবুক ফিডের একদম ওপরের দিকে স্টোরিগুলো দেখা যায়। ফেসবুক স্টোরি ফেসবুকের ওয়েব ভার্সন এবং মোবাইল অ্যাপ থেকে ব্যবহার করা যাবে।
ফেসবুক স্টোরি তৈরি ও পোস্ট করবেন যেভাবে—
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনের গ্যালারিও দেখা যাবে।
৪. এই পেজ থেকে বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করা যাবে।
ছবি বা ভিডিও পোস্ট: গ্যালারিতে স্ক্রল করে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন। এ ছাড়া গ্যালারির সঙ্গে তীর চিহ্ন ট্যাপ করে ফোনের বিভিন্ন ফোল্ডার দেখা যাবে। এসব ফোল্ডারের ওপর ট্যাপ করেও কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও নির্বাচন করা যাবে।
টেক্সট: এই পেজে টেক্সট অপশনে ট্যাপ করুন। এখন যেকোনো কিছু টাইপ করুন। এখানে টেক্সট ফরম্যাট পরিবর্তন করার জন্য নিচে কতগুলো অপশন দেখা যাবে। পছন্দমতো টেক্সট ফরম্যাট নির্বাচন করেও নিজের মনের কথা টাইপ করুন।
মিউজিক: শুধু ছবি, ভিডিও বা টেক্সট নয়; গানও স্টোরি হিসেবে শেয়ার করা যায়। এ জন্য ‘মিউজিক’ অপশনে ট্যাপ করুন। এরপর গানের অনেকগুলো তালিকা দেখাবে। তালিকা থেকে গান নির্বাচন করুন কিংবা ওপরের দিকে থাকা সার্চ বাটনে গানের নাম টাইপ করে কাঙ্ক্ষিত গান খুঁজে বের করুন। এই গানের সঙ্গে গ্যালারি থেকে ছবিও যুক্ত করা যাবে বা পছন্দমতো ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা যাবে।
বুমেরাং: এখন ফেসবুক স্টোরিতে ইনস্টাগ্রামের মতো বুমেরাংও পোস্ট করা যাবে। এ জন্য ওপরের বুমেরাং অপশনে ট্যাপ করুন। এরপর ‘অ্যালাও অ্যাকসেস’ অপশনে ট্যাপ করুন। ফলে ফেসবুক আপনার ক্যামেরা ব্যবহারের অনুমতি পাবে। এখন সাধারণভাবে ক্যামেরার শাটার বাটন বা এখানে বুমেরাং বাটনে ট্যাপ করুন। বুমেরাং তৈরি করুন।
কোলাজ: এই অপশনের মাধ্যমের গ্যালারি থেকে একাধিক ছবি নির্বাচন করুন, যা কোলাজ করে শেয়ার করা যাবে।
৪. পছন্দমতো স্টোরি তৈরি শেষ হলে নিচের সেটিংস থেকে স্টোরিটি নির্দিষ্ট অডিয়েন্সের কাছে সীমাবদ্ধ রাখতে পারবেন বা পাবলিকলি শেয়ার করতে পারবেন। সুবিধা অনুযায়ী যেকোনো সেটিংস নির্বাচন করুন।
৫. স্টোরি তৈরি শেষ হলে এবং পছন্দমতো সেটিংস নির্বাচন হলে এবার ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্টোরিটি পোস্ট হবে।
এভাবে একাধিক স্টোরি তৈরি করতে পারবেন।
স্টোরটি ডিলিট করবেন যেভাবে
স্টোরি ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে গিয়ে আর্কাইভ হয়ে যায়। তবে ভুলক্রমে কোনো স্টোরি শেয়ার করলে তা সঙ্গে সঙ্গে ডিলিট করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুক চালু করুন।
২. নিউজ ফিডের ওপরের দিকে নিজের স্টোরিগুলো দেখা যাবে। এখন নিজের স্টোরির ওপর ট্যাপ করুন
৩. এরপর ডান কোনায় থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। এবার অপশনগুলো থেকে ‘ডিলিট’ বাটনে ট্যাপ করুন।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে