ফেসবুকে প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের চিন্তাভাবনা, ছবি, ভিডিও, খবর, ও অন্যান্য তথ্য শেয়ার করে। আপনি যদি একটি পেজ বা ব্যক্তিগত প্রোফাইল থেকে ফেসবুকে পোস্ট করেন, তবে আপনার পোস্টটি যে দর্শকদের কাছে পৌঁছাবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক অডিয়েন্সের কাছে পোস্ট পৌঁছালে আপনি আপনার উদ্দেশ্য সহজেই অর্জন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেও অনেক পোস্ট পাবলিক না করে কেবল ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়।
ফেসবুক পোস্টের অডিয়েন্স পরিবর্তন দুভাবে করা যায়। একবারে ডিফল্টভাবে অডিয়েন্স সেট করে বা প্রতিবার পোস্টের সময় অডিয়েন্স পরিবর্তন করে।
ডিফল্ট হিসেবে অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এরপর ওপরের ডান দিকে কোনায় থাকা আপনার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. এখন স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৪. এবার ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘টুলস অ্যান্ড রিসোর্সেস’ সেকশনে নিচে থাকা ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৬. এই পেজ থেকে আপনি পোস্টটির অডিয়েন্স নির্বাচন করতে পারবেন। এখানে ‘অনলি মি’, ‘ফ্রেন্ডস’, ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশন থাকবে। তবে প্রোফাইল লক করা থাকলে পাবলিক অপশন দেখা যাবে না। এ ছাড়া কাস্টম লিস্ট আগে থেকে তৈরি করা থাকলে সেটিও ‘সি মোর’ অপশনের ভেতরে থাকবে।
৭. এখন প্রয়োজনমতো অডিয়েন্সের ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৯. সবশেষে ‘ডান’ বাটন ট্যাপ করুন।
একটি পোস্টের অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ওপরের দিকে থাকা ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ অপশনে ট্যাপ করুন।
৩. এবার পছন্দমতো পোস্ট টাইপ করুন ও ছবি যুক্ত করুন।
৪. এখন ওপরের দিকে ডিফল্ট অডিয়েন্স দেখা যাবে। (অনলি মি, ফ্রেন্ডস, পাবলিক, ফ্রেন্ডস এক্সসেপ্ট)
৫. এখন ডিফল্ট অডিয়েন্স অপশনে ট্যাপ করুন। ফলে অডিয়েন্স পরিবর্তনের অপশন দেখা যাবে। এবার কাঙ্ক্ষিত অডিয়েন্সের ওপর ট্যাপ করুন।
৬. ডান অপশনে ট্যাপ করুন।
৭. এরপর ডান কোনায় ওপরের দিকে থাকা ‘পোস্ট’ অপশনে ট্যাপ করুন। এভাবেই পোস্টটি কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাবে।
ফেসবুকে প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের চিন্তাভাবনা, ছবি, ভিডিও, খবর, ও অন্যান্য তথ্য শেয়ার করে। আপনি যদি একটি পেজ বা ব্যক্তিগত প্রোফাইল থেকে ফেসবুকে পোস্ট করেন, তবে আপনার পোস্টটি যে দর্শকদের কাছে পৌঁছাবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক অডিয়েন্সের কাছে পোস্ট পৌঁছালে আপনি আপনার উদ্দেশ্য সহজেই অর্জন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেও অনেক পোস্ট পাবলিক না করে কেবল ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়।
ফেসবুক পোস্টের অডিয়েন্স পরিবর্তন দুভাবে করা যায়। একবারে ডিফল্টভাবে অডিয়েন্স সেট করে বা প্রতিবার পোস্টের সময় অডিয়েন্স পরিবর্তন করে।
ডিফল্ট হিসেবে অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এরপর ওপরের ডান দিকে কোনায় থাকা আপনার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. এখন স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৪. এবার ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘টুলস অ্যান্ড রিসোর্সেস’ সেকশনে নিচে থাকা ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৬. এই পেজ থেকে আপনি পোস্টটির অডিয়েন্স নির্বাচন করতে পারবেন। এখানে ‘অনলি মি’, ‘ফ্রেন্ডস’, ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশন থাকবে। তবে প্রোফাইল লক করা থাকলে পাবলিক অপশন দেখা যাবে না। এ ছাড়া কাস্টম লিস্ট আগে থেকে তৈরি করা থাকলে সেটিও ‘সি মোর’ অপশনের ভেতরে থাকবে।
৭. এখন প্রয়োজনমতো অডিয়েন্সের ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৯. সবশেষে ‘ডান’ বাটন ট্যাপ করুন।
একটি পোস্টের অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ওপরের দিকে থাকা ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ অপশনে ট্যাপ করুন।
৩. এবার পছন্দমতো পোস্ট টাইপ করুন ও ছবি যুক্ত করুন।
৪. এখন ওপরের দিকে ডিফল্ট অডিয়েন্স দেখা যাবে। (অনলি মি, ফ্রেন্ডস, পাবলিক, ফ্রেন্ডস এক্সসেপ্ট)
৫. এখন ডিফল্ট অডিয়েন্স অপশনে ট্যাপ করুন। ফলে অডিয়েন্স পরিবর্তনের অপশন দেখা যাবে। এবার কাঙ্ক্ষিত অডিয়েন্সের ওপর ট্যাপ করুন।
৬. ডান অপশনে ট্যাপ করুন।
৭. এরপর ডান কোনায় ওপরের দিকে থাকা ‘পোস্ট’ অপশনে ট্যাপ করুন। এভাবেই পোস্টটি কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাবে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে