অনলাইন ডেস্ক
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়। রিলের মাধ্যমে ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে কোনো বিষয় বা থিম নিয়ে ভিডিও তৈরি করা যায় এবং সেটি ফেসবুকের নিউজফিডে অথবা প্রোফাইলে শেয়ার করা হয়। তবে অনেকে এটি সঠিকভাবে বানাতে পারেন না। তাই এগুলো বেশি দর্শকের কাছে পৌঁছায় না।
ফেসবুক রিল কী
ফেসবুক রিল হলো শর্ট ফরম্যাট ভিডিও (৯০ সেকেন্ড পর্যন্ত), যার সঙ্গে মিউজিক, অডিও ক্লিপ ও ইফেক্ট যুক্ত করা যায়। এগুলো সাধারণত কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়িক পেজ ও ইনফ্লুয়েন্সারেরা ব্যবহার করে থাকেন।
ফেসবুক রিল এখন ১৫০টিরও বেশি দেশের ফেসবুক অ্যাপে তৈরি করা যায়।
ফেসবুক রিলে প্রকাশিত ভিডিওগুলো একটি উল্লম্ব স্ক্রলিং ফিডে প্রদর্শিত হয় এবং এগুলো ফেসবুক ফিড, গ্রুপ ও মেনুতে পাওয়া যায়।
ফেসবুক রিলের দৈর্ঘ্য কত হতে পারে
ফেসবুক অনুযায়ী, রিলের দৈর্ঘ্য ৯০ সেকেন্ড পর্যন্ত হতে পারে। তবে আগে সর্বোচ্চ সীমা ছিল ৩০ সেকেন্ড। বেশির ভাগ ক্ষেত্রে ১০–৩০ সেকেন্ডের ছোট ভিডিওগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়।
ফেসবুক রিলের সাইজ ও স্পেসিফিকেশন
নিজের ফেসবুক রিল তৈরি করার সময় এর আকার ও স্পেসিফিকেশনগুলোর দিকে খেয়াল রাখা ভালো। তাহলে রিলের রিচ বাড়ে।
অ্যাসপেক্ট রেশিও: ৯: ১৬
রেজল্যুশন: ১০৮০ পিপি
ফ্রেম রেট: ২৪৬০ এফপিএস
দৈর্ঘ্য: ৩৯০ সেকেন্ড
ফাইল সাইজ: ১ জিবি
ভিডিও ফরম্যাট: এমপি ৪
ফেসবুক রিল তৈরি করবেন যেভাবে
ফেসবুকে সাধারণভাবে রিলগুলো খুবই সহজে তৈরি করা যায়। তবে এগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করতে ফেসবুকের টুল ব্যবহার করে থাকেন অনেকে। ফেসবুক রিল শুধু ছবি দিয়ে তৈরি করা যায়, আবার ভিডিও দিয়েও করা যায়। রিল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ভিডিওটি কার কার সঙ্গে (পাবলিক বা ফ্রেন্ডস) শেয়ার করতে চান, তা নির্বাচন করুন।
ট্যাগ অপশন থেকে ফেসবুক বন্ধুদের ট্যাগও করতে পারবেন। লোকেশন অপশনের মাধ্যমে কোনো জায়গার ঠিকানাও যুক্ত করতে পারবেন।
৮. এখন ভিডিওটি পোস্টের জন্য নিচের ‘শেয়ার নাউ’ অপশনে ট্যাপ করুন।
আর ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ করতে চাইলে নিচের দিকে থাকা ফোল্ডার আইকনে ট্যাপ করুন।
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়। রিলের মাধ্যমে ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে কোনো বিষয় বা থিম নিয়ে ভিডিও তৈরি করা যায় এবং সেটি ফেসবুকের নিউজফিডে অথবা প্রোফাইলে শেয়ার করা হয়। তবে অনেকে এটি সঠিকভাবে বানাতে পারেন না। তাই এগুলো বেশি দর্শকের কাছে পৌঁছায় না।
ফেসবুক রিল কী
ফেসবুক রিল হলো শর্ট ফরম্যাট ভিডিও (৯০ সেকেন্ড পর্যন্ত), যার সঙ্গে মিউজিক, অডিও ক্লিপ ও ইফেক্ট যুক্ত করা যায়। এগুলো সাধারণত কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়িক পেজ ও ইনফ্লুয়েন্সারেরা ব্যবহার করে থাকেন।
ফেসবুক রিল এখন ১৫০টিরও বেশি দেশের ফেসবুক অ্যাপে তৈরি করা যায়।
ফেসবুক রিলে প্রকাশিত ভিডিওগুলো একটি উল্লম্ব স্ক্রলিং ফিডে প্রদর্শিত হয় এবং এগুলো ফেসবুক ফিড, গ্রুপ ও মেনুতে পাওয়া যায়।
ফেসবুক রিলের দৈর্ঘ্য কত হতে পারে
ফেসবুক অনুযায়ী, রিলের দৈর্ঘ্য ৯০ সেকেন্ড পর্যন্ত হতে পারে। তবে আগে সর্বোচ্চ সীমা ছিল ৩০ সেকেন্ড। বেশির ভাগ ক্ষেত্রে ১০–৩০ সেকেন্ডের ছোট ভিডিওগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়।
ফেসবুক রিলের সাইজ ও স্পেসিফিকেশন
নিজের ফেসবুক রিল তৈরি করার সময় এর আকার ও স্পেসিফিকেশনগুলোর দিকে খেয়াল রাখা ভালো। তাহলে রিলের রিচ বাড়ে।
অ্যাসপেক্ট রেশিও: ৯: ১৬
রেজল্যুশন: ১০৮০ পিপি
ফ্রেম রেট: ২৪৬০ এফপিএস
দৈর্ঘ্য: ৩৯০ সেকেন্ড
ফাইল সাইজ: ১ জিবি
ভিডিও ফরম্যাট: এমপি ৪
ফেসবুক রিল তৈরি করবেন যেভাবে
ফেসবুকে সাধারণভাবে রিলগুলো খুবই সহজে তৈরি করা যায়। তবে এগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করতে ফেসবুকের টুল ব্যবহার করে থাকেন অনেকে। ফেসবুক রিল শুধু ছবি দিয়ে তৈরি করা যায়, আবার ভিডিও দিয়েও করা যায়। রিল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ভিডিওটি কার কার সঙ্গে (পাবলিক বা ফ্রেন্ডস) শেয়ার করতে চান, তা নির্বাচন করুন।
ট্যাগ অপশন থেকে ফেসবুক বন্ধুদের ট্যাগও করতে পারবেন। লোকেশন অপশনের মাধ্যমে কোনো জায়গার ঠিকানাও যুক্ত করতে পারবেন।
৮. এখন ভিডিওটি পোস্টের জন্য নিচের ‘শেয়ার নাউ’ অপশনে ট্যাপ করুন।
আর ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ করতে চাইলে নিচের দিকে থাকা ফোল্ডার আইকনে ট্যাপ করুন।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে