আজকের পত্রিকা ডেস্ক
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়। রিলের মাধ্যমে ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে কোনো বিষয় বা থিম নিয়ে ভিডিও তৈরি করা যায় এবং সেটি ফেসবুকের নিউজফিডে অথবা প্রোফাইলে শেয়ার করা হয়। তবে অনেকে এটি সঠিকভাবে বানাতে পারেন না। তাই এগুলো বেশি দর্শকের কাছে পৌঁছায় না।
ফেসবুক রিল কী
ফেসবুক রিল হলো শর্ট ফরম্যাট ভিডিও (৯০ সেকেন্ড পর্যন্ত), যার সঙ্গে মিউজিক, অডিও ক্লিপ ও ইফেক্ট যুক্ত করা যায়। এগুলো সাধারণত কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়িক পেজ ও ইনফ্লুয়েন্সারেরা ব্যবহার করে থাকেন।
ফেসবুক রিল এখন ১৫০টিরও বেশি দেশের ফেসবুক অ্যাপে তৈরি করা যায়।
ফেসবুক রিলে প্রকাশিত ভিডিওগুলো একটি উল্লম্ব স্ক্রলিং ফিডে প্রদর্শিত হয় এবং এগুলো ফেসবুক ফিড, গ্রুপ ও মেনুতে পাওয়া যায়।
ফেসবুক রিলের দৈর্ঘ্য কত হতে পারে
ফেসবুক অনুযায়ী, রিলের দৈর্ঘ্য ৯০ সেকেন্ড পর্যন্ত হতে পারে। তবে আগে সর্বোচ্চ সীমা ছিল ৩০ সেকেন্ড। বেশির ভাগ ক্ষেত্রে ১০–৩০ সেকেন্ডের ছোট ভিডিওগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়।
ফেসবুক রিলের সাইজ ও স্পেসিফিকেশন
নিজের ফেসবুক রিল তৈরি করার সময় এর আকার ও স্পেসিফিকেশনগুলোর দিকে খেয়াল রাখা ভালো। তাহলে রিলের রিচ বাড়ে।
অ্যাসপেক্ট রেশিও: ৯: ১৬
রেজল্যুশন: ১০৮০ পিপি
ফ্রেম রেট: ২৪৬০ এফপিএস
দৈর্ঘ্য: ৩৯০ সেকেন্ড
ফাইল সাইজ: ১ জিবি
ভিডিও ফরম্যাট: এমপি ৪
ফেসবুক রিল তৈরি করবেন যেভাবে
ফেসবুকে সাধারণভাবে রিলগুলো খুবই সহজে তৈরি করা যায়। তবে এগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করতে ফেসবুকের টুল ব্যবহার করে থাকেন অনেকে। ফেসবুক রিল শুধু ছবি দিয়ে তৈরি করা যায়, আবার ভিডিও দিয়েও করা যায়। রিল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ভিডিওটি কার কার সঙ্গে (পাবলিক বা ফ্রেন্ডস) শেয়ার করতে চান, তা নির্বাচন করুন।
ট্যাগ অপশন থেকে ফেসবুক বন্ধুদের ট্যাগও করতে পারবেন। লোকেশন অপশনের মাধ্যমে কোনো জায়গার ঠিকানাও যুক্ত করতে পারবেন।
৮. এখন ভিডিওটি পোস্টের জন্য নিচের ‘শেয়ার নাউ’ অপশনে ট্যাপ করুন।
আর ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ করতে চাইলে নিচের দিকে থাকা ফোল্ডার আইকনে ট্যাপ করুন।
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়। রিলের মাধ্যমে ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে কোনো বিষয় বা থিম নিয়ে ভিডিও তৈরি করা যায় এবং সেটি ফেসবুকের নিউজফিডে অথবা প্রোফাইলে শেয়ার করা হয়। তবে অনেকে এটি সঠিকভাবে বানাতে পারেন না। তাই এগুলো বেশি দর্শকের কাছে পৌঁছায় না।
ফেসবুক রিল কী
ফেসবুক রিল হলো শর্ট ফরম্যাট ভিডিও (৯০ সেকেন্ড পর্যন্ত), যার সঙ্গে মিউজিক, অডিও ক্লিপ ও ইফেক্ট যুক্ত করা যায়। এগুলো সাধারণত কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়িক পেজ ও ইনফ্লুয়েন্সারেরা ব্যবহার করে থাকেন।
ফেসবুক রিল এখন ১৫০টিরও বেশি দেশের ফেসবুক অ্যাপে তৈরি করা যায়।
ফেসবুক রিলে প্রকাশিত ভিডিওগুলো একটি উল্লম্ব স্ক্রলিং ফিডে প্রদর্শিত হয় এবং এগুলো ফেসবুক ফিড, গ্রুপ ও মেনুতে পাওয়া যায়।
ফেসবুক রিলের দৈর্ঘ্য কত হতে পারে
ফেসবুক অনুযায়ী, রিলের দৈর্ঘ্য ৯০ সেকেন্ড পর্যন্ত হতে পারে। তবে আগে সর্বোচ্চ সীমা ছিল ৩০ সেকেন্ড। বেশির ভাগ ক্ষেত্রে ১০–৩০ সেকেন্ডের ছোট ভিডিওগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়।
ফেসবুক রিলের সাইজ ও স্পেসিফিকেশন
নিজের ফেসবুক রিল তৈরি করার সময় এর আকার ও স্পেসিফিকেশনগুলোর দিকে খেয়াল রাখা ভালো। তাহলে রিলের রিচ বাড়ে।
অ্যাসপেক্ট রেশিও: ৯: ১৬
রেজল্যুশন: ১০৮০ পিপি
ফ্রেম রেট: ২৪৬০ এফপিএস
দৈর্ঘ্য: ৩৯০ সেকেন্ড
ফাইল সাইজ: ১ জিবি
ভিডিও ফরম্যাট: এমপি ৪
ফেসবুক রিল তৈরি করবেন যেভাবে
ফেসবুকে সাধারণভাবে রিলগুলো খুবই সহজে তৈরি করা যায়। তবে এগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করতে ফেসবুকের টুল ব্যবহার করে থাকেন অনেকে। ফেসবুক রিল শুধু ছবি দিয়ে তৈরি করা যায়, আবার ভিডিও দিয়েও করা যায়। রিল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ভিডিওটি কার কার সঙ্গে (পাবলিক বা ফ্রেন্ডস) শেয়ার করতে চান, তা নির্বাচন করুন।
ট্যাগ অপশন থেকে ফেসবুক বন্ধুদের ট্যাগও করতে পারবেন। লোকেশন অপশনের মাধ্যমে কোনো জায়গার ঠিকানাও যুক্ত করতে পারবেন।
৮. এখন ভিডিওটি পোস্টের জন্য নিচের ‘শেয়ার নাউ’ অপশনে ট্যাপ করুন।
আর ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ করতে চাইলে নিচের দিকে থাকা ফোল্ডার আইকনে ট্যাপ করুন।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে