অনলাইন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটরদের নিজের সৃজনশীলতা প্রকাশ করার জনপ্রিয় একটি মাধ্যম হলো ফেসবুক রিলস। তবে ফলোয়ারদের কাছে এই সৃজনশীল কাজ তুলে ধরার জন্য রিলসের থাম্বনেইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর, উপযুক্ত ও নজরকাড়া থাম্বনেইল আপনার ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তবে এই থাম্বনেইল যুক্ত করার নিয়ম অনেকেই জানে না।
ফেসবুক রিলসের থাম্বনেইল হলো একটি বিশেষ ছবি; যা ভিডিও শুরু হওয়ার আগে দেখা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ, এটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং ভিডিওটি দেখতে প্ররোচিত করে।
ফেসবুক রিলসের থাম্বনেইলের গুরুত্ব
১. রিলসকে আকর্ষণীয় করে তোলা: থাম্বনেইল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। ফেসবুক ব্যবহারকারীরা যখন স্ক্রলিং করবেন, তখন তাঁরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেন যে তাঁরা ভিডিওটি দেখতে চান কি না। থাম্বনেইল এমনভাবে ডিজাইন করা উচিত, যেন তা তাঁদের দ্রুতই দৃষ্টি আকর্ষণ করে। থাম্বনেইল যত আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হবে, তত বেশি মানুষ ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন। থাম্বনেইল পছন্দ না হলে ফলোয়াররা এটি স্ক্রল করে অন্য রিলসে চলে যেতে পারে। তাই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি গুরুত্বপূর্ণ ফিচার।
২. ভিডিওর মূল বিষয় তুলে ধরা: থাম্বনেইলে ভিডিওটির বিষয় বা মূল বার্তা ফুটে ওঠে যেন তা খেয়াল রাখা উচিত। এটি ভিডিওর কনটেন্টের সঙ্গে সম্পর্কিত হওয়া প্রয়োজন, যাতে দর্শকেরা কী ধরনের কনটেন্ট দেখতে যাচ্ছেন তা জানতে পারেন।
৩. ব্র্যান্ডিং: একটি সঠিক ও প্রফেশনাল থাম্বনেইল আপনার ব্র্যান্ডকে আরও পরিচিত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এ জন্য থাম্বনেইলের সঙ্গে নিজস্ব লোগোও যুক্ত করতে পারেন।
ফেসবুক রিলসে থাম্বনেইল যুক্ত করবেন যেভাবে
ফেসবুক রিলস তৈরি করার পর এতে থাম্বনেইল সহজেই যুক্ত করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এভাবে রিলস তৈরি হয়ে যাওয়ার পর থাম্বনেইল যুক্ত করতে পারবেন।
৭. এখন ‘ডেসক্রাইব ইউর রিলস’ লেখার বাঁ পাশে তৈরি করা রিলসের ছবি দেখতে পারবেন। এই ছবির ওপর ট্যাপ করুন। এখান থেকে দুভাবে রিলসের থাম্বনেইল যুক্ত করা যাবে। রিলস ভিডিওর মধ্যে থেকে কোনো ছবি নির্বাচন করে বা ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে।
৮. থাম্বনেইল নির্বাচন হয়ে গেলে ওপরের দিকে থাকা সেভ বাটনে ট্যাপ করুন।
৯. এখন থাম্বনেইলসহ রিলস ফেসবুকে পোস্ট করার জন্য ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
থাম্বনেইল যুক্ত করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে সেগুলো আরও আকর্ষণীয় হবে। যেমন—
১. থাম্বনেইলে ছবি স্পষ্ট ও প্রাসঙ্গিক হওয়া।
২. ছবিতে উজ্জ্বল রং ও কনট্রাস্ট থাকা।
৩. ভিডিওর মূল বিষয়বস্তু তুলে ধরা।
৪. বড় ও স্পষ্ট টেক্সট যুক্ত করা।
কনটেন্ট ক্রিয়েটরদের নিজের সৃজনশীলতা প্রকাশ করার জনপ্রিয় একটি মাধ্যম হলো ফেসবুক রিলস। তবে ফলোয়ারদের কাছে এই সৃজনশীল কাজ তুলে ধরার জন্য রিলসের থাম্বনেইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর, উপযুক্ত ও নজরকাড়া থাম্বনেইল আপনার ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তবে এই থাম্বনেইল যুক্ত করার নিয়ম অনেকেই জানে না।
ফেসবুক রিলসের থাম্বনেইল হলো একটি বিশেষ ছবি; যা ভিডিও শুরু হওয়ার আগে দেখা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ, এটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং ভিডিওটি দেখতে প্ররোচিত করে।
ফেসবুক রিলসের থাম্বনেইলের গুরুত্ব
১. রিলসকে আকর্ষণীয় করে তোলা: থাম্বনেইল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। ফেসবুক ব্যবহারকারীরা যখন স্ক্রলিং করবেন, তখন তাঁরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেন যে তাঁরা ভিডিওটি দেখতে চান কি না। থাম্বনেইল এমনভাবে ডিজাইন করা উচিত, যেন তা তাঁদের দ্রুতই দৃষ্টি আকর্ষণ করে। থাম্বনেইল যত আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হবে, তত বেশি মানুষ ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন। থাম্বনেইল পছন্দ না হলে ফলোয়াররা এটি স্ক্রল করে অন্য রিলসে চলে যেতে পারে। তাই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি গুরুত্বপূর্ণ ফিচার।
২. ভিডিওর মূল বিষয় তুলে ধরা: থাম্বনেইলে ভিডিওটির বিষয় বা মূল বার্তা ফুটে ওঠে যেন তা খেয়াল রাখা উচিত। এটি ভিডিওর কনটেন্টের সঙ্গে সম্পর্কিত হওয়া প্রয়োজন, যাতে দর্শকেরা কী ধরনের কনটেন্ট দেখতে যাচ্ছেন তা জানতে পারেন।
৩. ব্র্যান্ডিং: একটি সঠিক ও প্রফেশনাল থাম্বনেইল আপনার ব্র্যান্ডকে আরও পরিচিত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এ জন্য থাম্বনেইলের সঙ্গে নিজস্ব লোগোও যুক্ত করতে পারেন।
ফেসবুক রিলসে থাম্বনেইল যুক্ত করবেন যেভাবে
ফেসবুক রিলস তৈরি করার পর এতে থাম্বনেইল সহজেই যুক্ত করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এভাবে রিলস তৈরি হয়ে যাওয়ার পর থাম্বনেইল যুক্ত করতে পারবেন।
৭. এখন ‘ডেসক্রাইব ইউর রিলস’ লেখার বাঁ পাশে তৈরি করা রিলসের ছবি দেখতে পারবেন। এই ছবির ওপর ট্যাপ করুন। এখান থেকে দুভাবে রিলসের থাম্বনেইল যুক্ত করা যাবে। রিলস ভিডিওর মধ্যে থেকে কোনো ছবি নির্বাচন করে বা ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে।
৮. থাম্বনেইল নির্বাচন হয়ে গেলে ওপরের দিকে থাকা সেভ বাটনে ট্যাপ করুন।
৯. এখন থাম্বনেইলসহ রিলস ফেসবুকে পোস্ট করার জন্য ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
থাম্বনেইল যুক্ত করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে সেগুলো আরও আকর্ষণীয় হবে। যেমন—
১. থাম্বনেইলে ছবি স্পষ্ট ও প্রাসঙ্গিক হওয়া।
২. ছবিতে উজ্জ্বল রং ও কনট্রাস্ট থাকা।
৩. ভিডিওর মূল বিষয়বস্তু তুলে ধরা।
৪. বড় ও স্পষ্ট টেক্সট যুক্ত করা।
উদ্যোক্তা হিসেবে আত্নপ্রকাশ করেছেন বিলিয়নিয়ার বিল গেটসের কন্যা ফোবি গেটস। সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে তিনি চালু করেছেন নতুন এআইভিত্তিক শপিং অ্যাপ–‘ফিয়া’। এই অ্যাপটির মাধ্যমে অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলা যাবে বলে দাবি করা হয়েছে। তবে অ্যাপটি তৈরিতে সরাসরি অর্থায়ন
১ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট আইবিএম আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটার উৎপাদনের জন্য অত্যাধুনিক সুবিধা গড়ে তোলা এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণে এই বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগেআপনার সন্তানের বয়স যত বাড়ছে, তত বেশি সময় তারা অনলাইনে কাটাচ্ছে। অনলাইনে থাকার অনেক ভালো দিক রয়েছে, যেমন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন শখ কিংবা আগ্রহ সম্পর্কে জানা এবং অনলাইন কমিউনিটির অংশ হওয়া।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের টেক দুনিয়ার পরিচিত মুখ স্যামজোন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার এখন ৩ দশমিক ৯৬ মিলিয়নের বেশি, আর মোট ভিউ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৭৩২ মিলিয়ন। সহজ ভাষায় টেক রিভিউ, গ্যাজেট টিপস, আনবক্সিং আর টিউটরিয়াল বানিয়ে তিনি লাখো মানুষের আস্থা অর্জন করেছেন।
৫ ঘণ্টা আগে