প্রযুক্তি ডেস্ক
আসুস আরওজি ফোন ৬
গেমিং ফোনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছেই। অনেক মানুষ গেমিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার কারণে এই ফোনগুলোর বিক্রিও বেড়েছে। গেমারদের জন্য আসুসের বিশেষ স্মার্টফোন সিরিজ ‘আরওজি’। এই সিরিজের স্মার্টফোনগুলো মূলত গেমারদের কথা মাথায় রেখেই তৈরি। গত বছরের শেষ দিকে বাজারে আসে ‘আসুস আরওজি ফোন ৬’। ফোনটির হাই কনফিগারেশনের পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে এর ‘কুলিং ফ্যান সিস্টেম’।
আসুস আরওজি ফোন ৬ ও আসুস আরওজি ফোন ৬ প্রো’তে রয়েছে প্রথম প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট প্রসেসর, ৬ হাজার এমএএইচ ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার ফলে যেকোনো গেম খুব সহজেই খেলা যাবে এই ফোনে।
এই ফোনে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফলে ফোনটি দ্রুত চার্জ হবে। ফোনের পেছনে তিনটি ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ভলিউম ও পাওয়ার বাটন ছাড়াও এই ফোনে গেমিংয়ের জন্য একাধিক বাটন রয়েছে।
গেমিংয়ের সময় প্রসেসরকে ঠান্ডা রাখতে রয়েছে বিশেষ কুলিং সিস্টেম। ফলে সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে প্রসেসরের তাপমাত্রা।
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে নাইট মোড ও পোর্ট্রেট মোড। এ ছাড়া থাকছে ৮কে ভিডিও রেকর্ডের সুবিধা।
রেড ম্যাজিক ৮ প্রো
গত ১৭ই জানুয়ারি বাজারে আসে রেড ম্যাজিক ৮ প্রো। পরে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান নুবিয়া টেকনোলজি শুধু চীনের বাজারের জন্য এই হ্যান্ডসেটের একটি ট্রান্সপারেন্ট সিলভার সংস্করণ নিয়ে আসে। ফোনটির ট্রান্সপারেন্ট সিলভার এডিশনে এয়ার কুলার হিসেবে কাজ করার জন্য একটি আরজিবি ফ্যান রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট।
দীর্ঘ ব্যবহারের পরও ডিভাইসটিকে ঠান্ডা রাখতে এতে আইসিই ১১.০ ম্যাজিক কুলিং সিস্টেম বিদ্যমান। এর মধ্যে রয়েছে একটি ইন-বিল্ট ফ্যান, ফুল-থ্রু এয়ার ডাক্ট, ৩ডি আইস-লেভেল ডাবল-পাম্প ভিসি লিকুইড কুলিং, আন্ডার স্ক্রিন গ্রাফিন এবং সর্বোচ্চ ১০-স্তরীয় হিট ডিসিপেশন ম্যাটারিয়াল অন্তর্ভুক্ত।
ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এ ছাড়া, এতে ৬ হাজার এমএএইচের ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াটে চার্জিং সুবিধা রয়েছে।
আসুস আরওজি ফোন ৬
গেমিং ফোনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছেই। অনেক মানুষ গেমিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার কারণে এই ফোনগুলোর বিক্রিও বেড়েছে। গেমারদের জন্য আসুসের বিশেষ স্মার্টফোন সিরিজ ‘আরওজি’। এই সিরিজের স্মার্টফোনগুলো মূলত গেমারদের কথা মাথায় রেখেই তৈরি। গত বছরের শেষ দিকে বাজারে আসে ‘আসুস আরওজি ফোন ৬’। ফোনটির হাই কনফিগারেশনের পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে এর ‘কুলিং ফ্যান সিস্টেম’।
আসুস আরওজি ফোন ৬ ও আসুস আরওজি ফোন ৬ প্রো’তে রয়েছে প্রথম প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট প্রসেসর, ৬ হাজার এমএএইচ ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার ফলে যেকোনো গেম খুব সহজেই খেলা যাবে এই ফোনে।
এই ফোনে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফলে ফোনটি দ্রুত চার্জ হবে। ফোনের পেছনে তিনটি ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ভলিউম ও পাওয়ার বাটন ছাড়াও এই ফোনে গেমিংয়ের জন্য একাধিক বাটন রয়েছে।
গেমিংয়ের সময় প্রসেসরকে ঠান্ডা রাখতে রয়েছে বিশেষ কুলিং সিস্টেম। ফলে সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে প্রসেসরের তাপমাত্রা।
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে নাইট মোড ও পোর্ট্রেট মোড। এ ছাড়া থাকছে ৮কে ভিডিও রেকর্ডের সুবিধা।
রেড ম্যাজিক ৮ প্রো
গত ১৭ই জানুয়ারি বাজারে আসে রেড ম্যাজিক ৮ প্রো। পরে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান নুবিয়া টেকনোলজি শুধু চীনের বাজারের জন্য এই হ্যান্ডসেটের একটি ট্রান্সপারেন্ট সিলভার সংস্করণ নিয়ে আসে। ফোনটির ট্রান্সপারেন্ট সিলভার এডিশনে এয়ার কুলার হিসেবে কাজ করার জন্য একটি আরজিবি ফ্যান রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট।
দীর্ঘ ব্যবহারের পরও ডিভাইসটিকে ঠান্ডা রাখতে এতে আইসিই ১১.০ ম্যাজিক কুলিং সিস্টেম বিদ্যমান। এর মধ্যে রয়েছে একটি ইন-বিল্ট ফ্যান, ফুল-থ্রু এয়ার ডাক্ট, ৩ডি আইস-লেভেল ডাবল-পাম্প ভিসি লিকুইড কুলিং, আন্ডার স্ক্রিন গ্রাফিন এবং সর্বোচ্চ ১০-স্তরীয় হিট ডিসিপেশন ম্যাটারিয়াল অন্তর্ভুক্ত।
ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এ ছাড়া, এতে ৬ হাজার এমএএইচের ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াটে চার্জিং সুবিধা রয়েছে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে