প্রযুক্তি ডেস্ক
আসুস আরওজি ফোন ৬
গেমিং ফোনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছেই। অনেক মানুষ গেমিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার কারণে এই ফোনগুলোর বিক্রিও বেড়েছে। গেমারদের জন্য আসুসের বিশেষ স্মার্টফোন সিরিজ ‘আরওজি’। এই সিরিজের স্মার্টফোনগুলো মূলত গেমারদের কথা মাথায় রেখেই তৈরি। গত বছরের শেষ দিকে বাজারে আসে ‘আসুস আরওজি ফোন ৬’। ফোনটির হাই কনফিগারেশনের পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে এর ‘কুলিং ফ্যান সিস্টেম’।
আসুস আরওজি ফোন ৬ ও আসুস আরওজি ফোন ৬ প্রো’তে রয়েছে প্রথম প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট প্রসেসর, ৬ হাজার এমএএইচ ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার ফলে যেকোনো গেম খুব সহজেই খেলা যাবে এই ফোনে।
এই ফোনে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফলে ফোনটি দ্রুত চার্জ হবে। ফোনের পেছনে তিনটি ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ভলিউম ও পাওয়ার বাটন ছাড়াও এই ফোনে গেমিংয়ের জন্য একাধিক বাটন রয়েছে।
গেমিংয়ের সময় প্রসেসরকে ঠান্ডা রাখতে রয়েছে বিশেষ কুলিং সিস্টেম। ফলে সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে প্রসেসরের তাপমাত্রা।
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে নাইট মোড ও পোর্ট্রেট মোড। এ ছাড়া থাকছে ৮কে ভিডিও রেকর্ডের সুবিধা।
রেড ম্যাজিক ৮ প্রো
গত ১৭ই জানুয়ারি বাজারে আসে রেড ম্যাজিক ৮ প্রো। পরে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান নুবিয়া টেকনোলজি শুধু চীনের বাজারের জন্য এই হ্যান্ডসেটের একটি ট্রান্সপারেন্ট সিলভার সংস্করণ নিয়ে আসে। ফোনটির ট্রান্সপারেন্ট সিলভার এডিশনে এয়ার কুলার হিসেবে কাজ করার জন্য একটি আরজিবি ফ্যান রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট।
দীর্ঘ ব্যবহারের পরও ডিভাইসটিকে ঠান্ডা রাখতে এতে আইসিই ১১.০ ম্যাজিক কুলিং সিস্টেম বিদ্যমান। এর মধ্যে রয়েছে একটি ইন-বিল্ট ফ্যান, ফুল-থ্রু এয়ার ডাক্ট, ৩ডি আইস-লেভেল ডাবল-পাম্প ভিসি লিকুইড কুলিং, আন্ডার স্ক্রিন গ্রাফিন এবং সর্বোচ্চ ১০-স্তরীয় হিট ডিসিপেশন ম্যাটারিয়াল অন্তর্ভুক্ত।
ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এ ছাড়া, এতে ৬ হাজার এমএএইচের ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াটে চার্জিং সুবিধা রয়েছে।
আসুস আরওজি ফোন ৬
গেমিং ফোনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছেই। অনেক মানুষ গেমিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার কারণে এই ফোনগুলোর বিক্রিও বেড়েছে। গেমারদের জন্য আসুসের বিশেষ স্মার্টফোন সিরিজ ‘আরওজি’। এই সিরিজের স্মার্টফোনগুলো মূলত গেমারদের কথা মাথায় রেখেই তৈরি। গত বছরের শেষ দিকে বাজারে আসে ‘আসুস আরওজি ফোন ৬’। ফোনটির হাই কনফিগারেশনের পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে এর ‘কুলিং ফ্যান সিস্টেম’।
আসুস আরওজি ফোন ৬ ও আসুস আরওজি ফোন ৬ প্রো’তে রয়েছে প্রথম প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট প্রসেসর, ৬ হাজার এমএএইচ ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার ফলে যেকোনো গেম খুব সহজেই খেলা যাবে এই ফোনে।
এই ফোনে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফলে ফোনটি দ্রুত চার্জ হবে। ফোনের পেছনে তিনটি ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ভলিউম ও পাওয়ার বাটন ছাড়াও এই ফোনে গেমিংয়ের জন্য একাধিক বাটন রয়েছে।
গেমিংয়ের সময় প্রসেসরকে ঠান্ডা রাখতে রয়েছে বিশেষ কুলিং সিস্টেম। ফলে সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে প্রসেসরের তাপমাত্রা।
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে নাইট মোড ও পোর্ট্রেট মোড। এ ছাড়া থাকছে ৮কে ভিডিও রেকর্ডের সুবিধা।
রেড ম্যাজিক ৮ প্রো
গত ১৭ই জানুয়ারি বাজারে আসে রেড ম্যাজিক ৮ প্রো। পরে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান নুবিয়া টেকনোলজি শুধু চীনের বাজারের জন্য এই হ্যান্ডসেটের একটি ট্রান্সপারেন্ট সিলভার সংস্করণ নিয়ে আসে। ফোনটির ট্রান্সপারেন্ট সিলভার এডিশনে এয়ার কুলার হিসেবে কাজ করার জন্য একটি আরজিবি ফ্যান রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট।
দীর্ঘ ব্যবহারের পরও ডিভাইসটিকে ঠান্ডা রাখতে এতে আইসিই ১১.০ ম্যাজিক কুলিং সিস্টেম বিদ্যমান। এর মধ্যে রয়েছে একটি ইন-বিল্ট ফ্যান, ফুল-থ্রু এয়ার ডাক্ট, ৩ডি আইস-লেভেল ডাবল-পাম্প ভিসি লিকুইড কুলিং, আন্ডার স্ক্রিন গ্রাফিন এবং সর্বোচ্চ ১০-স্তরীয় হিট ডিসিপেশন ম্যাটারিয়াল অন্তর্ভুক্ত।
ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এ ছাড়া, এতে ৬ হাজার এমএএইচের ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াটে চার্জিং সুবিধা রয়েছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৫ ঘণ্টা আগে