প্রযুক্তি ডেস্ক
সেলফি এখন বেশ পরিচিত একটি শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে সেলফি ছাড়া একটি দিন অনেকেই ভাবতে পারেন না। আজকের দুনিয়ায় স্মার্টফোন কেনার সময় তাই সবাই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরার খোঁজটি নেন বেশ গুরুত্বের সঙ্গে।
সেলফি তোলার জন্য স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ৩২ মেগাপিক্সেল বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরা আছে যেসব স্মার্টফোনে, সেগুলো বেশ ভালো। কিছু স্মার্টফোন আবার ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আরেকটি ৮ মেগাপিক্সেল বা এর কাছাকাছি রেঞ্জের ফ্রন্ট ক্যামেরা থাকে। এই ডুয়েল ফ্রন্ট ক্যামেরাবিশিষ্ট ফোনগুলো সেলফি তোলার জন্য আরও ভালো। বর্তমানে ভিভো দিচ্ছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাই যারা ভালো সেলফি তোলা যায়—এমন স্মার্টফোন খুঁজছেন, তাঁরা ভিভোর এ ধরনের স্মার্টফোনের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন।
এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিছু স্মার্টফোনের তথ্য দেয়া হলো, যেগুলো ভালো সেলফি তুলতে সাহায্য করবে।
স্যামসাং
স্যামসাং ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই। এর দাম ৪৩ হাজার ২০০ টাকা। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১২, ৮ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাও রয়েছে ডিভাইসটির পেছনে।
ভিভো
ভিভো ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য সবচেয়ে ভালো, সেটি হলো ভিভো এক্স ৬০। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসের দাম ৫৮ হাজার ৯৫০ টাকা। ডুয়েল এলইডি ফ্লাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৪৮, ১৩ ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই সিরিজের আপডেট ভার্সন ভিভো এক্স ৬০ প্রো কেনা যেতে পারে। এর দাম পড়বে ৭২ হাজার ৯০০ টাকা। ভিভো এক্স ৬০–এর মতোই এর ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন।
ভিভো ব্র্যান্ডের আরেকটি স্মার্টফোনের কথা এখানে উল্লেখ করা যায়। ভিভো ভি ২০ প্রো ডিভাইসটিও সেলফি তোলার জন্য বেশ ভালো। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটের দাম ৩৫০০০ টাকা। রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ডিভাইসটিতে রয়েছে ৪৪ ও ৮ মেগাপিক্সেলের দুটি ফ্রন্ট ক্যামেরা। পেছনে রয়েছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই দামে পাওয়া যাচ্ছে ভিভো ভি ২১ ডিভাইসটি। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ ৫জি হলেও অন্য কনফিগারেশনগুলো একই। কেনা যেতে পারে ভিভো ভি ২০ মডেলের স্মার্টফোন। এ ক্ষেত্রে খরচ একটু কম পড়বে। ডিভাইসটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন অবশ্য ভিভো ভি ২০ প্রো–এর মতোই।
অপো
সেলফিপ্রেমীদের মধ্যে অপো ব্র্যান্ডও অল্ড দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ব্র্যান্ডের অপো রেনো ৬ প্রো প্লাস সেটটি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে। এর দাম ৫৬ হাজার ৭০০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর। ডুয়েল এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ৫০, ১৩, ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একটু কমে ৪৩ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে একই ব্র্যান্ডের অপো এক্স ৩ লাইট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
হুয়াওয়ে
হুয়াওয়ের ছবির কোয়ালিটি বেশ ভালো। যে কেউ চাইলে এই ব্র্যান্ডের হুয়াওয়ে মেট ৩০ই প্রো ৫জি ডিভাইসটি বেছে নিতে পারেন। দাম পড়বে ৭২ হাজার টাকা। কিরিন ৯৯০ই ৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৪০, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
রিয়েলমি
তুলনামূলক কম দামে রিয়েলমি ব্র্যান্ডের যে স্মার্টফোন সেলফিপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, তা হলো রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন। এর দাম ৩১ হাজার ৫০০ টাকা। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
মটোরোলা
মটোরোলা ব্র্যান্ডের মটো জি৬০ স্মার্টফোনটিও সেলফির জন্য বেশ সুনাম কুড়িয়েছে। এর দাম পড়ছে ২১ হাজার ৬০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
শাওমি
প্রায় কাছাকাছি দামে মাত্র ২২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে শাওমি ব্র্যান্ডের রেডমি নোট ৯ প্রো ম্যাক্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
টিসিএল
টিসিএল ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো টিসিএল ২০ প্রো। এর দাম পড়ছে ৫৮ হাজার ৫০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ও ডয়েল এলইডিবিশিষ্ট এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৩২ মেগাপিক্সেল। রয়েছে ৪৮, ১৬, ৫ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
সেলফি এখন বেশ পরিচিত একটি শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে সেলফি ছাড়া একটি দিন অনেকেই ভাবতে পারেন না। আজকের দুনিয়ায় স্মার্টফোন কেনার সময় তাই সবাই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরার খোঁজটি নেন বেশ গুরুত্বের সঙ্গে।
সেলফি তোলার জন্য স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ৩২ মেগাপিক্সেল বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরা আছে যেসব স্মার্টফোনে, সেগুলো বেশ ভালো। কিছু স্মার্টফোন আবার ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আরেকটি ৮ মেগাপিক্সেল বা এর কাছাকাছি রেঞ্জের ফ্রন্ট ক্যামেরা থাকে। এই ডুয়েল ফ্রন্ট ক্যামেরাবিশিষ্ট ফোনগুলো সেলফি তোলার জন্য আরও ভালো। বর্তমানে ভিভো দিচ্ছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাই যারা ভালো সেলফি তোলা যায়—এমন স্মার্টফোন খুঁজছেন, তাঁরা ভিভোর এ ধরনের স্মার্টফোনের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন।
এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিছু স্মার্টফোনের তথ্য দেয়া হলো, যেগুলো ভালো সেলফি তুলতে সাহায্য করবে।
স্যামসাং
স্যামসাং ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই। এর দাম ৪৩ হাজার ২০০ টাকা। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১২, ৮ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাও রয়েছে ডিভাইসটির পেছনে।
ভিভো
ভিভো ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য সবচেয়ে ভালো, সেটি হলো ভিভো এক্স ৬০। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসের দাম ৫৮ হাজার ৯৫০ টাকা। ডুয়েল এলইডি ফ্লাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৪৮, ১৩ ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই সিরিজের আপডেট ভার্সন ভিভো এক্স ৬০ প্রো কেনা যেতে পারে। এর দাম পড়বে ৭২ হাজার ৯০০ টাকা। ভিভো এক্স ৬০–এর মতোই এর ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন।
ভিভো ব্র্যান্ডের আরেকটি স্মার্টফোনের কথা এখানে উল্লেখ করা যায়। ভিভো ভি ২০ প্রো ডিভাইসটিও সেলফি তোলার জন্য বেশ ভালো। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটের দাম ৩৫০০০ টাকা। রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ডিভাইসটিতে রয়েছে ৪৪ ও ৮ মেগাপিক্সেলের দুটি ফ্রন্ট ক্যামেরা। পেছনে রয়েছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একই দামে পাওয়া যাচ্ছে ভিভো ভি ২১ ডিভাইসটি। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ ৫জি হলেও অন্য কনফিগারেশনগুলো একই। কেনা যেতে পারে ভিভো ভি ২০ মডেলের স্মার্টফোন। এ ক্ষেত্রে খরচ একটু কম পড়বে। ডিভাইসটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার কনফিগারেশন অবশ্য ভিভো ভি ২০ প্রো–এর মতোই।
অপো
সেলফিপ্রেমীদের মধ্যে অপো ব্র্যান্ডও অল্ড দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ব্র্যান্ডের অপো রেনো ৬ প্রো প্লাস সেটটি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে। এর দাম ৫৬ হাজার ৭০০ টাকা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর। ডুয়েল এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ৫০, ১৩, ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড। একটু কমে ৪৩ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে একই ব্র্যান্ডের অপো এক্স ৩ লাইট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরবিশিষ্ট এই ডিভাইসে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
হুয়াওয়ে
হুয়াওয়ের ছবির কোয়ালিটি বেশ ভালো। যে কেউ চাইলে এই ব্র্যান্ডের হুয়াওয়ে মেট ৩০ই প্রো ৫জি ডিভাইসটি বেছে নিতে পারেন। দাম পড়বে ৭২ হাজার টাকা। কিরিন ৯৯০ই ৫জি প্রসেসরবিশিষ্ট এই সেটে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৪০, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
রিয়েলমি
তুলনামূলক কম দামে রিয়েলমি ব্র্যান্ডের যে স্মার্টফোন সেলফিপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, তা হলো রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন। এর দাম ৩১ হাজার ৫০০ টাকা। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
মটোরোলা
মটোরোলা ব্র্যান্ডের মটো জি৬০ স্মার্টফোনটিও সেলফির জন্য বেশ সুনাম কুড়িয়েছে। এর দাম পড়ছে ২১ হাজার ৬০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
শাওমি
প্রায় কাছাকাছি দামে মাত্র ২২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে শাওমি ব্র্যান্ডের রেডমি নোট ৯ প্রো ম্যাক্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও এলইডি ফ্ল্যাশবিশিষ্ট এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
টিসিএল
টিসিএল ব্র্যান্ডের যে স্মার্টফোনটি সেলফি তোলার জন্য ভালো, সেটি হলো টিসিএল ২০ প্রো। এর দাম পড়ছে ৫৮ হাজার ৫০০ টাকা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ও ডয়েল এলইডিবিশিষ্ট এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৩২ মেগাপিক্সেল। রয়েছে ৪৮, ১৬, ৫ ও ২ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা। ভিডিও অপশনে রয়েছে ফোর–কে ও এইচডি মোড।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৩ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৬ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৭ ঘণ্টা আগে