ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে।
এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।
নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।
ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে।
অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।
গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।
ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে।
এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।
নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।
ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে।
অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।
গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৬ ঘণ্টা আগে