প্রযুক্তি ডেস্ক
ফোনের সীমিত স্টোরেজ নিয়ে প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা। ফোনে কোনো জরুরি ফাইল ডাউনলোড বা ছবি তোলার সময় স্টোরেজ ফুল হওয়ার সতর্কবার্তা দেখায়। বিশেষ করে বড় অ্যাপ ইনস্টলের সময় এ ধরনের সমস্যা বেশি হয়। এ ছাড়া, স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন হ্যাং করাসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
কিছু টিপস অনুসরণ করে সহজেই ফোনের স্টোরেজ ফাঁকা রাখা যাবে। সেগুলো নিয়ে আলোচনা করা হলো—
নিয়মিত ক্যাশ ফাইল মুছে ফেলুন
দীর্ঘদিন ব্যবহারে সব অ্যাপেরই ক্যাশ ফাইল জমা হয়। এই ক্যাশ ফাইলগুলো একটা সময় ফোনের অনেকখানি স্টোরেজ দখল করে। এর কারণেও ফোন ধীর গতির হয়ে যেতে পারে। তাই কিছুদিন পরপর ফোনের ক্যাশ ডিলিট করে ফেলা জরুরি। অনেক ফোনেই বিল্টইন ‘ফাইল ম্যানেজার’ থেকে ক্যাশ ফাইল মুছে ফেলার অপশন রয়েছে। যদি বিল্টইন ফাইল ম্যানেজারে এমন অপশন না থাকে তাহলে গুগলের ‘ফাইলস’ নামে ফাইল ম্যানেজারটি ইনস্টল করে নিতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো বিজ্ঞাপন দেখায় না।
থার্ড পার্টি অ্যাপ দিয়েও কাজটি সারতে পারেন। এ ধরনের কয়েকটি উল্লেখযোগ্য অ্যাপ হলো—সিসি ক্লিনার, এভিজি ক্লিনার ও অ্যাভাস্ট ক্লিনার। তবে এসব অ্যাপ ফ্রি হলেও এতে বিজ্ঞাপন দেখায়।
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন
অনেকেই মুভি, সিরিজ বা অফিসের বিভিন্ন বড় আকারের ফাইল ডাউনলোড করে ফোনে রাখেন। আবার হোয়াটসঅ্যাপের মতো কিছু অ্যাপের ব্যাকআপ অপশন চালু থাকলেও প্রচুর ফাইল জমে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে সেগুলো মুছে ফেলুন। চাইলে ব্যাকআপ রেখে মুছে ফেলতে পারেন। স্টোরেজে বড় ফাইল খুঁজে পেতে ফাইল ম্যানেজারে গিয়ে ‘Sort by Size’ সিলেক্ট করুন। এতে করে সাইজ অনুযায়ী ফাইলগুলো সাজানো হবে। এতে করে সহজেই বড় ফাইল খুঁজে পাওয়া সহজ হবে। প্রায় সব ফাইল ম্যানেজারেই অপশনটি থাকে।
ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন
ছবি, ভিডিও বা অন্যান্য ফাইল ক্লাউড স্টোরেজে রাখলে ফোনের স্টোরেজের ওপর চাপ কমে। কিছু উল্লেখযোগ্য ক্লাউড স্টোরেজ হলো—গুগল ফটোজ, গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, মেগা, ড্রপবক্স ইত্যাদি। সরাসরি ফাইল ম্যানেজার থেকেও এসব ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড, ডাউনলোড করা যায়।
অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন
মাঝেমধ্যে দরকার হয় বা এখন আর একেবারেই প্রয়োজন হচ্ছে না এমন অ্যাপ মুছে ফেলুন। এগুলো নির্দিষ্ট জায়গা দখলের পাশাপাশি অনেক ক্যাশ ফাইল জমা করে।
নিয়মিত ট্র্যাশ পরিষ্কার করুন
কোনো ফাইল মুছে দিলে সাধারণত সেটি স্থায়ীভাবে মুছে যায় না। মুছে দেওয়া ফাইলগুলো নির্দিষ্ট সময়ের জন্য জমা থাকে ট্র্যাশ ফোল্ডারে। তাই তাৎক্ষণিক স্থায়ীভাবে কোনো ফাইল মুছে ফেলতে চাইলে, মুছে ফেলার পর ট্র্যাশ ফোল্ডারটিও পরিষ্কার করুন।
ফোনের সীমিত স্টোরেজ নিয়ে প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা। ফোনে কোনো জরুরি ফাইল ডাউনলোড বা ছবি তোলার সময় স্টোরেজ ফুল হওয়ার সতর্কবার্তা দেখায়। বিশেষ করে বড় অ্যাপ ইনস্টলের সময় এ ধরনের সমস্যা বেশি হয়। এ ছাড়া, স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন হ্যাং করাসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
কিছু টিপস অনুসরণ করে সহজেই ফোনের স্টোরেজ ফাঁকা রাখা যাবে। সেগুলো নিয়ে আলোচনা করা হলো—
নিয়মিত ক্যাশ ফাইল মুছে ফেলুন
দীর্ঘদিন ব্যবহারে সব অ্যাপেরই ক্যাশ ফাইল জমা হয়। এই ক্যাশ ফাইলগুলো একটা সময় ফোনের অনেকখানি স্টোরেজ দখল করে। এর কারণেও ফোন ধীর গতির হয়ে যেতে পারে। তাই কিছুদিন পরপর ফোনের ক্যাশ ডিলিট করে ফেলা জরুরি। অনেক ফোনেই বিল্টইন ‘ফাইল ম্যানেজার’ থেকে ক্যাশ ফাইল মুছে ফেলার অপশন রয়েছে। যদি বিল্টইন ফাইল ম্যানেজারে এমন অপশন না থাকে তাহলে গুগলের ‘ফাইলস’ নামে ফাইল ম্যানেজারটি ইনস্টল করে নিতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো বিজ্ঞাপন দেখায় না।
থার্ড পার্টি অ্যাপ দিয়েও কাজটি সারতে পারেন। এ ধরনের কয়েকটি উল্লেখযোগ্য অ্যাপ হলো—সিসি ক্লিনার, এভিজি ক্লিনার ও অ্যাভাস্ট ক্লিনার। তবে এসব অ্যাপ ফ্রি হলেও এতে বিজ্ঞাপন দেখায়।
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন
অনেকেই মুভি, সিরিজ বা অফিসের বিভিন্ন বড় আকারের ফাইল ডাউনলোড করে ফোনে রাখেন। আবার হোয়াটসঅ্যাপের মতো কিছু অ্যাপের ব্যাকআপ অপশন চালু থাকলেও প্রচুর ফাইল জমে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে সেগুলো মুছে ফেলুন। চাইলে ব্যাকআপ রেখে মুছে ফেলতে পারেন। স্টোরেজে বড় ফাইল খুঁজে পেতে ফাইল ম্যানেজারে গিয়ে ‘Sort by Size’ সিলেক্ট করুন। এতে করে সাইজ অনুযায়ী ফাইলগুলো সাজানো হবে। এতে করে সহজেই বড় ফাইল খুঁজে পাওয়া সহজ হবে। প্রায় সব ফাইল ম্যানেজারেই অপশনটি থাকে।
ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন
ছবি, ভিডিও বা অন্যান্য ফাইল ক্লাউড স্টোরেজে রাখলে ফোনের স্টোরেজের ওপর চাপ কমে। কিছু উল্লেখযোগ্য ক্লাউড স্টোরেজ হলো—গুগল ফটোজ, গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, মেগা, ড্রপবক্স ইত্যাদি। সরাসরি ফাইল ম্যানেজার থেকেও এসব ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড, ডাউনলোড করা যায়।
অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন
মাঝেমধ্যে দরকার হয় বা এখন আর একেবারেই প্রয়োজন হচ্ছে না এমন অ্যাপ মুছে ফেলুন। এগুলো নির্দিষ্ট জায়গা দখলের পাশাপাশি অনেক ক্যাশ ফাইল জমা করে।
নিয়মিত ট্র্যাশ পরিষ্কার করুন
কোনো ফাইল মুছে দিলে সাধারণত সেটি স্থায়ীভাবে মুছে যায় না। মুছে দেওয়া ফাইলগুলো নির্দিষ্ট সময়ের জন্য জমা থাকে ট্র্যাশ ফোল্ডারে। তাই তাৎক্ষণিক স্থায়ীভাবে কোনো ফাইল মুছে ফেলতে চাইলে, মুছে ফেলার পর ট্র্যাশ ফোল্ডারটিও পরিষ্কার করুন।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে