প্রযুক্তি ডেস্ক
বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।
বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে