প্রযুক্তি ডেস্ক
গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা কমেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের। চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফার পরিমাণ আগের বছরের চেয়ে ৯৬ শতাংশ কমেছে। এবছরের জানুয়ারি-মার্চ সময়ে মুনাফা হয়েছে মাত্র ৪৬ কোটি ডলারে কাছাকাছি। অথচ গত বছর এই মুনাফা ছিল প্রায় ১০৭৩ কোটি ডলার। আর তাই লোকসান ঠেকাতে ‘মেমোরি চিপ’ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি।
স্যামসাংয়ের বিবৃতি উদ্ধৃত করে বিবিসি বলছে, করোনা মহামারীর পর থেকেই মেমোরি চিপের চাহিদা কমতে শুরু করেছে। অর্থনৈতিক মন্দার ফলে এ খাতে আরও বড় ধরনের ধাক্কা লেগেছে। লোকসান ছাড়াও অন্যান্য কিছু কারণ আমলে নিয়ে মোবাইলের মেমোরি চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। তবে আগের অর্ডারগুলো সরবরাহ করার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এর আগে, দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। ২০ বছরে প্রায় ২ লাখ ৩০ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি। বিনিয়োগের অর্থ দিয়ে মোট পাঁচটি চিপ তৈরির কারখানা নির্মাণ করা হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কোরিয়ার সরকারি দপ্তর বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। এসব তথ্যমতে, স্যামসাং প্রায় ৩০০ ট্রিলিয়ন কোরীয় ওন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। বেসরকারি খাত থেকে সরকারের ৫৫০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে স্যামসাং এ ঘোষণা দেয়।
চিপ, ডিসপ্লে এবং ব্যাটারিসহ উন্নত প্রযুক্তির খাতগুলোর প্রতিযোগিতা বাড়াতে কর মওকুফ এবং ভর্তুকি সহায়তা বাড়িয়েছে কোরীয় সরকার। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় চিপ খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে অন্যান্য দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগে প্রভাবিত হয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ অভ্যন্তরীণ চিপ কারখানা উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। দক্ষিণ কোরিয়াও এখন সেই পথেই হাঁটছে।
গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা কমেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের। চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফার পরিমাণ আগের বছরের চেয়ে ৯৬ শতাংশ কমেছে। এবছরের জানুয়ারি-মার্চ সময়ে মুনাফা হয়েছে মাত্র ৪৬ কোটি ডলারে কাছাকাছি। অথচ গত বছর এই মুনাফা ছিল প্রায় ১০৭৩ কোটি ডলার। আর তাই লোকসান ঠেকাতে ‘মেমোরি চিপ’ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি।
স্যামসাংয়ের বিবৃতি উদ্ধৃত করে বিবিসি বলছে, করোনা মহামারীর পর থেকেই মেমোরি চিপের চাহিদা কমতে শুরু করেছে। অর্থনৈতিক মন্দার ফলে এ খাতে আরও বড় ধরনের ধাক্কা লেগেছে। লোকসান ছাড়াও অন্যান্য কিছু কারণ আমলে নিয়ে মোবাইলের মেমোরি চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। তবে আগের অর্ডারগুলো সরবরাহ করার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এর আগে, দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। ২০ বছরে প্রায় ২ লাখ ৩০ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি। বিনিয়োগের অর্থ দিয়ে মোট পাঁচটি চিপ তৈরির কারখানা নির্মাণ করা হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কোরিয়ার সরকারি দপ্তর বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। এসব তথ্যমতে, স্যামসাং প্রায় ৩০০ ট্রিলিয়ন কোরীয় ওন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। বেসরকারি খাত থেকে সরকারের ৫৫০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে স্যামসাং এ ঘোষণা দেয়।
চিপ, ডিসপ্লে এবং ব্যাটারিসহ উন্নত প্রযুক্তির খাতগুলোর প্রতিযোগিতা বাড়াতে কর মওকুফ এবং ভর্তুকি সহায়তা বাড়িয়েছে কোরীয় সরকার। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় চিপ খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে অন্যান্য দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগে প্রভাবিত হয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ অভ্যন্তরীণ চিপ কারখানা উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। দক্ষিণ কোরিয়াও এখন সেই পথেই হাঁটছে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১২ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে