প্রযুক্তি ডেস্ক
নিয়মিতই আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএসের আপডেট নিয়ে আসে অ্যাপল । নতুন এসব সংস্করণে ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করা হয়। তবে অনেক ব্যবহারকারীই আপডেট হওয়া আইওএস ইনস্টল করেন না। এতে করে ফোনে বিভিন্ন নিরাপত্তাত্রুটি থেকে যায়। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গসহ নানা ঝুঁকি থেকে যায়। তাই এখন থেকে আইওএসের আপডেট উন্মুক্তের পরপরই ডিভাইসে তা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলের সুবিধা নিয়ে এসেছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএসের নতুন সংস্করণ উন্মুক্তের পর থেকেই ব্যবহারকারীদের ডিভাইস আপডেটের অনুরোধ জানায় অ্যাপল। নিয়মিত বার্তাও পাঠায়। তবে অনেকেই বিভিন্ন কারণে আপডেট করেন না। এখন থেকে আইফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকলেই আপডেট আসার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে তা ইনস্টল হয়ে যাবে।
এদিকে, ব্যবহারকারীদের জন্য আইওএস ১৬ দশমিক ৪ সংস্করণ আনার অল্প সময়ের মধ্যেই ১৬ দশমিক ৪ দশমিক ১ নিয়ে আসে অ্যাপল। মূলত ২টি ত্রুটি সারিয়ে আনা হয় নতুন এই সংস্করণ। এর মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি’র প্রতিক্রিয়া দেওয়া সংক্রান্ত ত্রুটি সারানো হয়েছে।
অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মার্চ আইওএস অপারেটিং সিস্টেমের ১৬ দশমিক ৪ সংস্করণটি নিয়ে আসে অ্যাপল। পাশাপাশি অন্যান্য পণ্যগুলোর সফটওয়্যারের নতুন সংস্করণ আনা হয়। তবে কিছু অ্যাপল ব্যবহারকারী নতুন এই আপডেটে কিছু সমস্যার মুখোমুখি হন। আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সিরির প্রতিক্রিয়া পেতে সমস্যা হচ্ছিল তাঁদের । গত ৪ এপ্রিল আইওএস ১৬ দশমিক ৪ দশমিক ১ আনার কথা জানা যায়।
নিয়মিতই আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএসের আপডেট নিয়ে আসে অ্যাপল । নতুন এসব সংস্করণে ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করা হয়। তবে অনেক ব্যবহারকারীই আপডেট হওয়া আইওএস ইনস্টল করেন না। এতে করে ফোনে বিভিন্ন নিরাপত্তাত্রুটি থেকে যায়। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গসহ নানা ঝুঁকি থেকে যায়। তাই এখন থেকে আইওএসের আপডেট উন্মুক্তের পরপরই ডিভাইসে তা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলের সুবিধা নিয়ে এসেছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএসের নতুন সংস্করণ উন্মুক্তের পর থেকেই ব্যবহারকারীদের ডিভাইস আপডেটের অনুরোধ জানায় অ্যাপল। নিয়মিত বার্তাও পাঠায়। তবে অনেকেই বিভিন্ন কারণে আপডেট করেন না। এখন থেকে আইফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকলেই আপডেট আসার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে তা ইনস্টল হয়ে যাবে।
এদিকে, ব্যবহারকারীদের জন্য আইওএস ১৬ দশমিক ৪ সংস্করণ আনার অল্প সময়ের মধ্যেই ১৬ দশমিক ৪ দশমিক ১ নিয়ে আসে অ্যাপল। মূলত ২টি ত্রুটি সারিয়ে আনা হয় নতুন এই সংস্করণ। এর মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি’র প্রতিক্রিয়া দেওয়া সংক্রান্ত ত্রুটি সারানো হয়েছে।
অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মার্চ আইওএস অপারেটিং সিস্টেমের ১৬ দশমিক ৪ সংস্করণটি নিয়ে আসে অ্যাপল। পাশাপাশি অন্যান্য পণ্যগুলোর সফটওয়্যারের নতুন সংস্করণ আনা হয়। তবে কিছু অ্যাপল ব্যবহারকারী নতুন এই আপডেটে কিছু সমস্যার মুখোমুখি হন। আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সিরির প্রতিক্রিয়া পেতে সমস্যা হচ্ছিল তাঁদের । গত ৪ এপ্রিল আইওএস ১৬ দশমিক ৪ দশমিক ১ আনার কথা জানা যায়।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ দিন আগে