প্রযুক্তি ডেস্ক
দীর্ঘদিন ধরেই পিক্সেল ফোল্ড নিয়ে চলছে নানা জল্পন কল্পনা। এবার ফাঁস হলো ফোনটির কিছু ছবি। জানা গিয়েছে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও।
ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, পিক্সের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।
ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘন্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।
দীর্ঘদিন ধরেই পিক্সেল ফোল্ড নিয়ে চলছে নানা জল্পন কল্পনা। এবার ফাঁস হলো ফোনটির কিছু ছবি। জানা গিয়েছে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও।
ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, পিক্সের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।
ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘন্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘন্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে