নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তরুণ প্রজন্মের মোবাইলে গেম খেলার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে ক্রমশ বাড়ছে গেমিং ফোনের চাহিদা। মূলত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে ফাস্ট চার্জ হওয়া ফোন প্রয়োজন গেমিংয়ের জন্য। ইনফিনিক্স তেমনই নতুন একটি ফোন এনেছে হট ৩০ নামে।
শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ হট ৩০ হতে পারে মাল্টিটাস্কিংয়ের জন্য একটি আদর্শ ফোন। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে
তিনটি রঙে। রংগুলো হলো রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন।
গেমিং ফোনের কথা উঠলে প্রথমে প্রশ্ন জাগে ফোনের ব্যাটারি ও চার্জ নিয়ে। হট ৩০-এ থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা চলতে পারে সারা দিন। ৫ শতাংশ চার্জেও এই ফোন ২ ঘণ্টা পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে। এ ছাড়া এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
গেমিংয়ের অভিজ্ঞতা স্বচ্ছন্দ ও দ্রুত করতে এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর। ৮ কোর আর্কিটেকচার ডিজাইনে আছে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজের দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে এই মোবাইল ফোনে দ্রুত লোডিং টাইম, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একই সঙ্গে চালানোর সুবিধা পাওয়া যাবে। মাইক্রো-অপারেশনের জন্য সময়মতো টাচ রেসপন্স পাবেন গেমাররা। কারণ, এই ফোনে থাকছে ১০৮০পি হাই রেজল্যুশনের ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এতে ব্যবহার করা হয়েছে লিংক বুমিং প্রযুক্তি। তাই গেমিং হতে পারে নির্ঝঞ্ঝাট। এ ছাড়া এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। এর ফলে লাইট ইনটেক বাড়ে। এর ক্যামেরায় বিভিন্ন ধরনের নাইট ফিল্টার ব্যবহারের সুবিধা আছে।
হট ৩০ মোবাইল ফোনের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু।
সূত্র: মিন্ট, গিজমো চায়না
তরুণ প্রজন্মের মোবাইলে গেম খেলার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে ক্রমশ বাড়ছে গেমিং ফোনের চাহিদা। মূলত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে ফাস্ট চার্জ হওয়া ফোন প্রয়োজন গেমিংয়ের জন্য। ইনফিনিক্স তেমনই নতুন একটি ফোন এনেছে হট ৩০ নামে।
শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ হট ৩০ হতে পারে মাল্টিটাস্কিংয়ের জন্য একটি আদর্শ ফোন। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে
তিনটি রঙে। রংগুলো হলো রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন।
গেমিং ফোনের কথা উঠলে প্রথমে প্রশ্ন জাগে ফোনের ব্যাটারি ও চার্জ নিয়ে। হট ৩০-এ থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা চলতে পারে সারা দিন। ৫ শতাংশ চার্জেও এই ফোন ২ ঘণ্টা পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে। এ ছাড়া এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
গেমিংয়ের অভিজ্ঞতা স্বচ্ছন্দ ও দ্রুত করতে এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর। ৮ কোর আর্কিটেকচার ডিজাইনে আছে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজের দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে এই মোবাইল ফোনে দ্রুত লোডিং টাইম, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একই সঙ্গে চালানোর সুবিধা পাওয়া যাবে। মাইক্রো-অপারেশনের জন্য সময়মতো টাচ রেসপন্স পাবেন গেমাররা। কারণ, এই ফোনে থাকছে ১০৮০পি হাই রেজল্যুশনের ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এতে ব্যবহার করা হয়েছে লিংক বুমিং প্রযুক্তি। তাই গেমিং হতে পারে নির্ঝঞ্ঝাট। এ ছাড়া এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। এর ফলে লাইট ইনটেক বাড়ে। এর ক্যামেরায় বিভিন্ন ধরনের নাইট ফিল্টার ব্যবহারের সুবিধা আছে।
হট ৩০ মোবাইল ফোনের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু।
সূত্র: মিন্ট, গিজমো চায়না
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১০ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ দিন আগে