ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৪ মিনিট আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২ ঘণ্টা আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২ ঘণ্টা আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২ ঘণ্টা আগে