ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ ঘণ্টা আগে