আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে