আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে