বেশ কয়েক বছর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত নকিয়া লুমিয়া ৯২০ ফোন নিয়ে এসে বাজারে আলোড়ন তুলেছিল মাইক্রোসফট ও নকিয়া। চলতি বছরে সেই একই ধরনের ডিজাইন বা নকশা নিয়ে নতুন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে পারে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি গ্লোবাল। নতুন ফোনটির কোড নেম ‘স্কাইলাইন’। ইতিমধ্যে মডেলটির নকশা ও ফিচার নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
নতুন ফোনের ডিজাইনটি অনেকটাই লুমিয়া ৯২০-এর মতো থাকবে বলে জানা গেছে। তবে একে আরও আধুনিকায়ন করা হবে। ফোনটি মিড রেঞ্জের হবে বলে ধারণা করা হচ্ছে। এর বেজেল আরও চিকন হতে পারে। ফলে হাতের মুঠোয় সহজে ধরে রাখা যাবে ফোনটি। তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে ফোনটি।
নতুন ফোনটিতে একটি শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা থাকতে পারে। যাঁরা এর আগের লুমিয়া ফোনগুলো পছন্দ করতেন, তাঁদের কাছে এটিও আকর্ষণীয় লাগবে। এবারের ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হওয়ায় অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে।
ফোনটির সম্ভাব্য রং ও দাম
নতুন মডেলটি আগের লুমিয়া ফোনগুলো কালো, নীল, হলুদ ও গোলাপির মতো বেশ কিছু উজ্জ্বল রঙ্গে বাজারে আসতে পারে। আর দাম ৫০০ ইউরো বা ৬২ হাজার ৯৮৯ টাকা হতে পারে।
এইচএমডি স্কাইলাইনের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এফএইডি + অ্যামোলেড ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার: স্ক্রিনের মধ্যে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: সর্বশেষ অ্যান্ড্রয়েড সিস্টেম
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এস জেন ২
মেমোরি: ৮ জিবি বা ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম
আইপি রেটিং: আইপি ৬৭
ব্লুটুথ: ৫.২
এনএফসি: আছে
ব্যাটারি: ৪,৯০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: কালো, নীল, হলুদ ও গোলাপি
নকিয়া লুমিয়া ৯২০ ফোনের ইন্টারফেস ও ডিজাইন বাকি অ্যান্ড্রয়েড ফোনের থেকে ছিল অনেক আলাদা। এতে উজ্জ্বল রং ও প্লাস্টিক বডি ব্যবহার করা হতো। এ জন্য বেশ নজর কাড়ত ফোনটি। কিন্তু ফোনটির অপারেটিং সিস্টেম উইন্ডোজ হওয়ায় এটি ইউজার ফ্রেন্ডলি ছিল না, অর্থাৎ এটি সহজে ব্যবহার করা যেত না। তাই সময়ের সঙ্গে নকিয়া লুমিয়ার চাহিদা কমতে থাকে এবং ফোন বিক্রি বন্ধ করে দেয় কোম্পানিটি।
এ বছরের শেষের দিকে স্কাইলাইন মডেলটি বাজারে আসতে পারে। তবে ফোনটি লুমিয়া নামে, নাকি এইচএমডি গ্লোবাল হিসেবে ব্র্যান্ডিং করা হবে তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল
বেশ কয়েক বছর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত নকিয়া লুমিয়া ৯২০ ফোন নিয়ে এসে বাজারে আলোড়ন তুলেছিল মাইক্রোসফট ও নকিয়া। চলতি বছরে সেই একই ধরনের ডিজাইন বা নকশা নিয়ে নতুন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে পারে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি গ্লোবাল। নতুন ফোনটির কোড নেম ‘স্কাইলাইন’। ইতিমধ্যে মডেলটির নকশা ও ফিচার নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
নতুন ফোনের ডিজাইনটি অনেকটাই লুমিয়া ৯২০-এর মতো থাকবে বলে জানা গেছে। তবে একে আরও আধুনিকায়ন করা হবে। ফোনটি মিড রেঞ্জের হবে বলে ধারণা করা হচ্ছে। এর বেজেল আরও চিকন হতে পারে। ফলে হাতের মুঠোয় সহজে ধরে রাখা যাবে ফোনটি। তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে ফোনটি।
নতুন ফোনটিতে একটি শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা থাকতে পারে। যাঁরা এর আগের লুমিয়া ফোনগুলো পছন্দ করতেন, তাঁদের কাছে এটিও আকর্ষণীয় লাগবে। এবারের ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হওয়ায় অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে।
ফোনটির সম্ভাব্য রং ও দাম
নতুন মডেলটি আগের লুমিয়া ফোনগুলো কালো, নীল, হলুদ ও গোলাপির মতো বেশ কিছু উজ্জ্বল রঙ্গে বাজারে আসতে পারে। আর দাম ৫০০ ইউরো বা ৬২ হাজার ৯৮৯ টাকা হতে পারে।
এইচএমডি স্কাইলাইনের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এফএইডি + অ্যামোলেড ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার: স্ক্রিনের মধ্যে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: সর্বশেষ অ্যান্ড্রয়েড সিস্টেম
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এস জেন ২
মেমোরি: ৮ জিবি বা ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম
আইপি রেটিং: আইপি ৬৭
ব্লুটুথ: ৫.২
এনএফসি: আছে
ব্যাটারি: ৪,৯০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: কালো, নীল, হলুদ ও গোলাপি
নকিয়া লুমিয়া ৯২০ ফোনের ইন্টারফেস ও ডিজাইন বাকি অ্যান্ড্রয়েড ফোনের থেকে ছিল অনেক আলাদা। এতে উজ্জ্বল রং ও প্লাস্টিক বডি ব্যবহার করা হতো। এ জন্য বেশ নজর কাড়ত ফোনটি। কিন্তু ফোনটির অপারেটিং সিস্টেম উইন্ডোজ হওয়ায় এটি ইউজার ফ্রেন্ডলি ছিল না, অর্থাৎ এটি সহজে ব্যবহার করা যেত না। তাই সময়ের সঙ্গে নকিয়া লুমিয়ার চাহিদা কমতে থাকে এবং ফোন বিক্রি বন্ধ করে দেয় কোম্পানিটি।
এ বছরের শেষের দিকে স্কাইলাইন মডেলটি বাজারে আসতে পারে। তবে ফোনটি লুমিয়া নামে, নাকি এইচএমডি গ্লোবাল হিসেবে ব্র্যান্ডিং করা হবে তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে