সুলতান মাহমুদ, ঢাকা
২০১৯ সালের ১২ মে রাতে খুন হন জাহাঙ্গীর আলম (২৫)। তাঁর বাড়ি জামালপুর জেলার টেবির চর গ্রামে। দুর্বৃত্তরা তাঁর গলা কেটে হত্যা করেন। পরে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। খুনিরা তাঁর ব্যবহৃত ফোনটি নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা জামালপুর সদর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক টিপু সুলতান ঘটনার এক বছর পর জাহাঙ্গীরের ফোনের সন্ধান পান। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের কফের সরকারের ছেলে খোকনকে গ্রেপ্তার করেন।
জিজ্ঞাসাবাদে খোকন পুলিশকে জানায়, পার্শ্ববর্তী হরিখালী বাজারে মিঠুন টেলিকমের মালিক মাখন চন্দ্রের ছেলে শুভ কুমারের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকায় মোবাইলটি কেনেন। ব্যবসায়ী শুভ পরিচিত হওয়ায় ফোন কেনার রসিদ দেননি। তদন্তকারী কর্মকর্তা টিপু সুলতান গত বছরের ১১ জুলাই খোকন সরকারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ১৩ মাস হাজত ভোগের পর জামিন পান খোকন।
অপরিচিত কোনো লোকের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে পড়তে পারেন এমন সমস্যায়। কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে চোরাই ফোন গছিয়ে দিতে পারে। সাধারণতভাবে এটি যাচাই করা সম্ভব নয়। এরপর কিছু না জেনেই আপনি ওই পুরোনো চোরাই ফোনটি ব্যবহার করবেন। ফলে বড় ধরনে সমস্যায় পড়তে পারেন। কেননা বিক্রির আগে ওই মোবাইল ফোন দিয়ে কোনো অপরাধ সংঘটিত হতে পারে। যদি এমনটা হয়, তাহলে আপনি মামলাসহ নানা সমস্যায় পড়তে পারেন। এ কারণে শুরুতেই এ সম্পর্কিত একটি বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে।
সেকেন্ডহ্যান্ড ফোন কিনতে চাইলে পরিচিত ও বিশ্বস্ত কারও কাছ থেকে কিনুন।
আবার শুধু সেকেন্ডহ্যান্ড ফোন কিনেই নয়, নিজের ফোনটি হারিয়ে গেলেও পড়তে পারেন বিপত্তিতে। চুরি বা ছিনতাই বা অন্য কোনোভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি মতে এর প্রকৃত মালিক গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন। তাই ফোন হারিয়ে গেলে যা করতে হবে তা জানা থাকা জরুরি।
ফোন হারালে বা ছিনতাই হলে প্রাথমিকভাবে যা করবেন:
মোবাইল ফোনটি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত হয়, তাহলে সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব। শুধু তাই নয়, ফোনটি লক করা, ফুল ভলিউমে রিং টোন বাজানো এমনকি ফোনের সব ডেটা মুছে ফেলে লক করেও দিতে পারবেন।
অ্যান্ড্রয়েড ডিভাইস খোঁজার আগে যেসব বিষয় নিশ্চিত হতে হবে:
ফোনটি একটি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে।
লোকেশন চালু আছে
‘Find My Device’ অপশন চালু আছে
ফোনটি মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত আছে।
যদি ডিভাইসটি বন্ধ থাকে বা মোবাইল ডেটা বা ওয়াইফাই সংযুক্ত না থাকে, তাহলে ‘Store recent location’ চালু করা থাকলে সর্ব সাম্প্রতিক অবস্থান খুঁজে পেতে পারেন।
গুগল–প্লে–এ এসব তথ্য পাবেন।
হারানো অ্যান্ড্রয়েড ডিভাইস লক করতে বা মুছে ফেলতে চাইলে নিশ্চিত হন:
মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত আছে
গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে।
‘Find My Device’ অপশন চালু আছে
হারানোর ফোন খোঁজা, লক করা বা তথ্য মুছে ফেলার জন্য—
ব্রাউজার থেকে android.com/find-এ যান।
আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। ওই অ্যাকাউন্টটি হারানো ফোনেও সাইন ইন করা থাকতে হবে।
একাধিক ডিভাইস থাকলে: সাইডবারের শীর্ষে হারিয়ে যাওয়া ডিভাইসটি নির্বাচন করুন।
ডিভাইসে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল থাকলে: প্রধান বা ব্যক্তিগত প্রোফাইলে থাকা একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
সাইন ইন করলে হারানো ফোনটিতে একটি নোটিফিকেশন যাবে।
ম্যাপে আপনি ডিভাইসটি কোথায় আছে সে সম্পর্কে তথ্য পাবেন। তবে অবস্থানটি আনুমানিক এবং সঠিক নাও হতে পারে। তবে এটির সর্বশেষ অবস্থান খুঁজে পাওয়া সম্ভব।
আপনি একটি প্রম্পট পাবেন, সেখানে ‘Enable lock & erase’–এ ট্যাপ করুন।
আপনি যা করতে চান তা নির্বাচন করুন:
রিং টোন বাজান: এই অপশন সিলেক্ট করলে ডিভাইসটিতে টানা ৫ মিনিট ফুল ভলিউমে রিং টোন বাজবে। এমনকি সাইলেন্ট করা থাকলেও বাজবে।
সিকিউর ডিভাইস: এই অপশনে গিয়ে পিন বা পাসওয়ার্ড দিয়ে ডিভাইস লক করতে পারবেন। লক স্ক্রিনে একটি বার্তা বা ডিভাইস নম্বরও যোগ করতে পারেন।
ইরেজ ডিভাইস: স্থায়ীভাবে আপনার ডিভাইসের সমস্ত ডেটা মুছে দিতে পারবেন। কিন্তু এসডি কার্ডের ডেটা মুছবে না। তবে সবকিছু মুছে ফেলার পর ডিভাইসটিতে ‘Find My Device’ অপশনটি আর কাজ করবে না।
২০১৯ সালের ১২ মে রাতে খুন হন জাহাঙ্গীর আলম (২৫)। তাঁর বাড়ি জামালপুর জেলার টেবির চর গ্রামে। দুর্বৃত্তরা তাঁর গলা কেটে হত্যা করেন। পরে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। খুনিরা তাঁর ব্যবহৃত ফোনটি নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা জামালপুর সদর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক টিপু সুলতান ঘটনার এক বছর পর জাহাঙ্গীরের ফোনের সন্ধান পান। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের কফের সরকারের ছেলে খোকনকে গ্রেপ্তার করেন।
জিজ্ঞাসাবাদে খোকন পুলিশকে জানায়, পার্শ্ববর্তী হরিখালী বাজারে মিঠুন টেলিকমের মালিক মাখন চন্দ্রের ছেলে শুভ কুমারের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকায় মোবাইলটি কেনেন। ব্যবসায়ী শুভ পরিচিত হওয়ায় ফোন কেনার রসিদ দেননি। তদন্তকারী কর্মকর্তা টিপু সুলতান গত বছরের ১১ জুলাই খোকন সরকারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ১৩ মাস হাজত ভোগের পর জামিন পান খোকন।
অপরিচিত কোনো লোকের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে পড়তে পারেন এমন সমস্যায়। কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে চোরাই ফোন গছিয়ে দিতে পারে। সাধারণতভাবে এটি যাচাই করা সম্ভব নয়। এরপর কিছু না জেনেই আপনি ওই পুরোনো চোরাই ফোনটি ব্যবহার করবেন। ফলে বড় ধরনে সমস্যায় পড়তে পারেন। কেননা বিক্রির আগে ওই মোবাইল ফোন দিয়ে কোনো অপরাধ সংঘটিত হতে পারে। যদি এমনটা হয়, তাহলে আপনি মামলাসহ নানা সমস্যায় পড়তে পারেন। এ কারণে শুরুতেই এ সম্পর্কিত একটি বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে।
সেকেন্ডহ্যান্ড ফোন কিনতে চাইলে পরিচিত ও বিশ্বস্ত কারও কাছ থেকে কিনুন।
আবার শুধু সেকেন্ডহ্যান্ড ফোন কিনেই নয়, নিজের ফোনটি হারিয়ে গেলেও পড়তে পারেন বিপত্তিতে। চুরি বা ছিনতাই বা অন্য কোনোভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি মতে এর প্রকৃত মালিক গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন। তাই ফোন হারিয়ে গেলে যা করতে হবে তা জানা থাকা জরুরি।
ফোন হারালে বা ছিনতাই হলে প্রাথমিকভাবে যা করবেন:
মোবাইল ফোনটি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত হয়, তাহলে সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব। শুধু তাই নয়, ফোনটি লক করা, ফুল ভলিউমে রিং টোন বাজানো এমনকি ফোনের সব ডেটা মুছে ফেলে লক করেও দিতে পারবেন।
অ্যান্ড্রয়েড ডিভাইস খোঁজার আগে যেসব বিষয় নিশ্চিত হতে হবে:
ফোনটি একটি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে।
লোকেশন চালু আছে
‘Find My Device’ অপশন চালু আছে
ফোনটি মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত আছে।
যদি ডিভাইসটি বন্ধ থাকে বা মোবাইল ডেটা বা ওয়াইফাই সংযুক্ত না থাকে, তাহলে ‘Store recent location’ চালু করা থাকলে সর্ব সাম্প্রতিক অবস্থান খুঁজে পেতে পারেন।
গুগল–প্লে–এ এসব তথ্য পাবেন।
হারানো অ্যান্ড্রয়েড ডিভাইস লক করতে বা মুছে ফেলতে চাইলে নিশ্চিত হন:
মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত আছে
গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে।
‘Find My Device’ অপশন চালু আছে
হারানোর ফোন খোঁজা, লক করা বা তথ্য মুছে ফেলার জন্য—
ব্রাউজার থেকে android.com/find-এ যান।
আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। ওই অ্যাকাউন্টটি হারানো ফোনেও সাইন ইন করা থাকতে হবে।
একাধিক ডিভাইস থাকলে: সাইডবারের শীর্ষে হারিয়ে যাওয়া ডিভাইসটি নির্বাচন করুন।
ডিভাইসে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল থাকলে: প্রধান বা ব্যক্তিগত প্রোফাইলে থাকা একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
সাইন ইন করলে হারানো ফোনটিতে একটি নোটিফিকেশন যাবে।
ম্যাপে আপনি ডিভাইসটি কোথায় আছে সে সম্পর্কে তথ্য পাবেন। তবে অবস্থানটি আনুমানিক এবং সঠিক নাও হতে পারে। তবে এটির সর্বশেষ অবস্থান খুঁজে পাওয়া সম্ভব।
আপনি একটি প্রম্পট পাবেন, সেখানে ‘Enable lock & erase’–এ ট্যাপ করুন।
আপনি যা করতে চান তা নির্বাচন করুন:
রিং টোন বাজান: এই অপশন সিলেক্ট করলে ডিভাইসটিতে টানা ৫ মিনিট ফুল ভলিউমে রিং টোন বাজবে। এমনকি সাইলেন্ট করা থাকলেও বাজবে।
সিকিউর ডিভাইস: এই অপশনে গিয়ে পিন বা পাসওয়ার্ড দিয়ে ডিভাইস লক করতে পারবেন। লক স্ক্রিনে একটি বার্তা বা ডিভাইস নম্বরও যোগ করতে পারেন।
ইরেজ ডিভাইস: স্থায়ীভাবে আপনার ডিভাইসের সমস্ত ডেটা মুছে দিতে পারবেন। কিন্তু এসডি কার্ডের ডেটা মুছবে না। তবে সবকিছু মুছে ফেলার পর ডিভাইসটিতে ‘Find My Device’ অপশনটি আর কাজ করবে না।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এই ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
২ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৯ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১২ ঘণ্টা আগে